Captain Fatima Wasim: ইতিহাস গড়ছেন এই সেনা-ক্যাপ্টেন, ভয়ংকর সিয়াচেনে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দিচ্ছেন এই তরুণী

Captain Fatima Wasim: ইতিহাস গড়ছেন এই সেনা-ক্যাপ্টেন, ভয়ংকর সিয়াচেনে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দিচ্ছেন এই তরুণী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ব কারাকোরামের গ্লেসিয়ারের তাপমাত্রা শীতকালে ৫০ ডিগ্রির নীচে নেমে যায়। তার মধ্যেই যে কোনও মুহূর্তেই ছুটে আসতে পারে শত্রু সেনার বুলেট। সেরকম পরিস্থিতিতে ভয়ংকর প্রতিকুল পরিবেশে ৭৬ কিলোমিটার এলাকার প্রহরায় ঠায় দাঁড়িয়ে ভারতীয় সেনা জওয়ানরা। কখনও প্রবল তুষার ঝড়, কখনও কোমর সমান তুষারের মধ্যে দাঁড়িয়ে কর্তব্য অবিচল তাঁরা। ভারত-পাকিস্তান লাইন অব কন্ট্রোলের সেই বিপজ্জনক জায়গায় মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন ফাতিমা ওয়াসিম।

সিয়েচেনে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়তে চলেছেন ফাতিম। কারণ তিনিই দেশের প্রথম মহিলা চিকিত্সক যিনি মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দিচ্ছেন। এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি করপস।

ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ভূপৃষ্ঠের ১৫,২০০ ফিট উচ্চতার একটি জায়গায় একটি পোস্টে কাজে যোগ দিয়েছেন ক্যাপ্টেন ফাতিমা ওয়াসিম। সিয়োচেন ব্যাটল স্কুলে কঠিন প্রশিক্ষণের পর তাঁকে ওই জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে।

(Feed Source: zeenews.com)