নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে গণতন্ত্রী পার্টির সব বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির দায়িত্বশীল কর্মকর্তারা।
ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেয়া সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আসন্ন নির্বাচনে গণতন্ত্রী পার্টির ১২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। ইসি ইতোমধ্যে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে দলটিকে।
চিঠিতে বলা হয়, ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টির’ সভাপতি ও সাধারণ সম্পাদক দাখিল করা কমিটি নামঞ্জুর হয়েছে। সুতরাং দলটির অনুমোদিত কোনও কমিটি নেই।
(Feed Source: sunnews24x7.com)