ব্যাটিংটা তো ভালই করেছিলাম, দলের হারের কারণ হিসাবে কাকে দায়ী করলেন ভারতীয় তারকা?

ব্যাটিংটা তো ভালই করেছিলাম, দলের হারের কারণ হিসাবে কাকে দায়ী করলেন ভারতীয় তারকা?
এবেখা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SA 2nd T20I) ভারতীয় দলের শুরুটা দুঃস্বপ্নের মতোই হয়েছিল। দলের দুই তারকা ওপেনারই শূন্য রানে সাজঘরে ফেরেন। তবে দলের মুশকিলের দিনে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার দুরন্ত লড়াই গড়ে তোলে। তিলক ভার্মা (Tilak Varma) ২৯ রানে আউট হলেও, রিঙ্কু সিংহের ৬৮ ও সূর্যকুমার যাদবের ৫৬ রানের ইনিংসে ভারতীয় দল সাত উইকেটে ১৮০ রান বোর্ডে তোলে। তবে দক্ষিণ আফ্রিকা সহজেই পাঁচ উইকেটে ম্য়াচ জিতে নেয়।

প্রোটিয়াদের ইনিংসের আগে বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটানোয় ওভার এবং লক্ষ্য উভয়ই কমে যায়। ভেজা আউটফিল্ডে বোলিং করতে বোলারদেরও বেশ সমস্যায় পড়তে হয়। ভারতীয় দলের তারকা ক্রিকেটার তিলক ভার্মা ম্যাচ হারের জন্য কিন্তু এই পিরবেশের দিকেই আঙুল তুলছেন। তিনি ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা পাওয়ার প্লেতে একটু বেশি রান দিয়ে ফেলেছিলাম বটে, তবে তারপর দুরন্তভাবে ম্যাচে ফিরেছিলাম। তবে ভিজে আউটফিল্ডের জন্য বল তো গ্রিপই করছিল না। এমনটা হবে যে আমরা সেটা ভেবেইছিলাম। তবে আমাদের ব্যাটিংটা কিন্তু ঠিকঠাকই হয়েছিল।’

তিলক আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকায় খেলাটা বরাবরই চ্যালেঞ্জিং, এবং সত্যি বলতে এই চ্যালেঞ্জটা নিতে ভালও লাগে। আমরা এই পরিবেশের জন্য ভালভাবেই প্রস্তুতি সেরেছি এবং আমার মতে কঠিন পরিস্থিতিতে ব্যাটিংটাও ভালই করেছিলাম। ওপেনাররা রান পায়নি বটে, তবে আমি, সূর্য এবং রিঙ্কু, আমরা ছন্দ ফিরে পেয়ে বেশ ভালই ব্যাটিং করছিলাম। তবে বৃষ্টি আর ভেজা মাঠই…’

এদিন প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮০/৭। ১৯.৩ ওভারে। বৃষ্টি নামায় ইনিংসের শেষ তিন বল খেলা হয়নি। ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়েছে এবেখায়। যা দেখে ক্রিকেটপ্রেমীরা আশঙ্কিত হয়েছেন, ডারবানের মতো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও ভেস্তে যাবে না তো! তবে শেষ পর্যন্ত বরুণদেবের কৃপায় ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়িয়েছিল ১৫ ওভারে ১৫২ রান। ৭ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ দক্ষিণ আফ্রিকার। রিজা হেনড্রিকস ২৭ বলে ৪৯ রান করেন। ১৭ বলে ৩০ এইডেন মারক্রামের। মিলার ১২ বলে ১৭ রান করেন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ১ উইকেট নেওয়া তাবারেজ শামসি ম্যাচের সেরা হয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

(Feed Source: abplive.com)