দিদির কাছে আমাদের এটা শেখা দরকার, কেন এমন কথা অধীরের মুখে ?

দিদির কাছে আমাদের এটা শেখা দরকার, কেন এমন কথা অধীরের মুখে ?
আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তী, কলকাতা : কংগ্রেসের ( Congress ) নেতৃত্ব মানতে ইন্ডিয়া জোটের ( I.N.D.I.A ) একাধিক শরিকেরই কম-বেশি আপত্তি ছিল! ৩ রাজ্য়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর অনেক শরিকই মুখ খুলতে শুরু করেছে। তার মধ্য়ে সর্বাগ্রে তৃণমূল ( TMC ) । ভোটের ফল বেরোনোর পর পশ্চিমবঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়। মানুষ বিজেপির বিরুদ্ধে। ‘ তারপর কংগ্রেসের ডাকা ইন্ডিয়া-জোটের বৈঠকেও যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তিনি আগে থেকে জানেন না, ওই সময়ে উত্তরবঙ্গে থাকবেন। তারপর আগামী ১৯ তারিখ ঠিক হয় বৈঠকের দিন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )  খোলাখুলি বলে দিলেন, বাংলাই লিড করবে, বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে।  তিনি বলেন, ‘ সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা। বাংলা যেটা করছে সেটা দেশে এখন কেউ কেউ ভাবছে। সেই জন্যই আমাদের বাংলাই লিড করবে। হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে। বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে অনেকগুলি প্রশ্ন উঠছে। আগামী মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক।
তার আগেই কি  ঘুরিয়ে নিজেকে ‘INDIA’ জোটের মুখ হিসাবে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? এবার কি ‘INDIA’ জোটের ‘স্বঘোষিত’ মুখ হিসাবে নিজেকে তুলে ধরলেন তিনি? ৪২ আসন বিশিষ্ট বাংলার শাসক দলের প্রধান নেত্রীকে জোটের মুখ হিসাবে মেনে নেবেন ‘INDIA’ জোটের শরিকরা?

এর জবাব দিতে দেরি করেননি কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি কটাক্ষের সুরে বলেন, ‘ একটা কথা আছে না, যখন যেমন তখন তেমন। দিদির কাছে আমাদের এটা শেখা দরকার। হাওয়া যখন যেমন তখন তেমন। আমরা যা করি সেটা হচ্ছে কী, যা সাদা তাকে সাদা বলি, যা কালো তাকে কালো বলি। দিদির অনেকরকমের আর্ট আছে, দিদি সেগুলো জানে ‘

ছেড়ে কথা বলেনি সিপিএমও। সুজন চক্রবর্তী বলেন, ‘ লুঠের রাজত্ব করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যেটা পশ্চিমবঙ্গ গর্ব করতে পারত, আজকে আর সেই গর্ব করার জায়গা নেই। পশ্চিমবাংলাতেও লুঠ, অন্য় রাজ্য়েও লুঠ। বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাত, এগোত, মমতা ব্য়ানার্জি সর্বনাশ করে দিয়েছে। তৃণমূল-বিজেপির রাজত্ব বাংলার সর্বনাশ করে দিয়েছে।’

(Feed Source: abplive.com)