মাধ্যমিকের আগে শিক্ষকদের তথ্য যাচাই করবে পর্ষদ! নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা

মাধ্যমিকের আগে শিক্ষকদের তথ্য যাচাই করবে পর্ষদ! নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা

মূল্যায়ন প্রক্রিয়াতে ভুল থাকলে চলবে না। পাশাপাশি মাধ্যমিকের ফল প্রকাশেও দেরি করা যাবে না। জোড়া লক্ষ্য অর্জন করতে এবার বিশেষ পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। জরুরি ভিত্তিতে এবার মাধ্যমিকের পরীক্ষক-শিক্ষকদের তথ্য যাচাই করতে শুরু করল পর্ষদ। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। জরুরি ভিত্তিতে স্কুলগুলিকে শিক্ষক সম্পর্কিত তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।

কী করতে হবে স্কুলগুলিকে?

পর্ষদের নোটিশে বলা হয়েছে, অনুমোদিত মাধ্যমিক স্তরের স্কুলগুলির শিক্ষকদের তথ্য পর্ষদের কাছে রয়েছে। সেই তথ্যগুলিই আপডেট করতে হবে। আপডেট করতে হবে একটি নির্দিষ্ট পোর্টালে। শিক্ষকদের যোগাযোগ নম্বর, যোগ্যতা ও অভিজ্ঞতা সেখানে আপডেট করতে হবে। বুধবার থেকেই খুলে দেওয়া হবে ডেটা আপলোডের পোর্টালটি। যা ২২ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে এই পোর্টাল। দশদিনের মধ্যে প্রতিটি স্কুলকে শিক্ষকদের তথ্য যাচাই করতে হবে।

নির্দেশ না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি!

প্রতিটি স্কুলকেই এই নির্দেশ পালন করতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নির্দেশ পালন না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুধুমাত্র মূল্যায়নের সঙ্গে পরীক্ষক-শিক্ষক যুক্ত নয়। পঠন-পাঠন, পরীক্ষা পরিচালনা, পরিচালনা, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ-সহ গোটা বছর ধরে চলা পর্ষদের কর্মকাণ্ডের জন্য শিক্ষকদের একটি ডেটাবেস থাকে পর্ষদের কাছে। সেই গোটা ডেটাবেসটিকেই আপডেট করা হচ্ছে।

মাধ্যমিক নিয়ে বিশেষ বৈঠক

আগামী বছরের পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক ২০২৪ পরীক্ষা সব দিক থেকেই ফুল প্রুফ করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ড পরীক্ষা পরিচালনা নিয়ে জেলায় জেলায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকগুলিতে কারা উপস্থিত থাকতে পারবেন, তা জানিয়ে দিয়েছে পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ ও কনভেনার বা জয়েন্ট কনভেনার এবং সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকরা বৈঠকে অংশ নিতে পারবেন। তবে শিক্ষকরাও আসতে পারেন এই বৈঠকে। কনভেনর বা জয়েন্ট কনভেনররা চাইলে সর্বাধিক পাঁচজন শিক্ষককে বৈঠকে আমন্ত্রণ জানাতে পারবেন।

(Feed Source: hindustantimes.com)