এবার নয়া ধাঁচের প্রশ্ন CBSE পরীক্ষায়! কীভাবে পড়তে হবে পড়ুয়াদের? রইল হদিশ

এবার নয়া ধাঁচের প্রশ্ন CBSE পরীক্ষায়! কীভাবে পড়তে হবে পড়ুয়াদের? রইল হদিশ

অপেক্ষা থেকে দুশ্চিন্তা বাড়ছিল পড়ুয়াদের। অন্যবার তাড়াতাড়ি পরীক্ষাসূচি প্রকাশিত হলেও এবার তা হয়নি। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি প্রকাশিত হল। মঙ্গলবার এই পরীক্ষা সূচি প্রকাশ করেছে সিবিএসই বোর্ড। আশঙ্কা ছিল লোকসভা ভোটের জন্য পরীক্ষা অনেকটাই এগিয়ে আসতে পারে। কিন্তু আদতে তা হয়নি। ভোটের জন্য পরীক্ষা এগোচ্ছে না। আগামী বছর পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা একই দিনে শুরু  হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা। দশমের পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল।

সিবিএসই বোর্ড পরীক্ষায় অন্য়রকম প্রশ্ন

সিবিএসই স্কুলগুলির অধ্যক্ষেরা সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, দশম ও দ্বাদশের পরীক্ষায় প্রশ্নের ধরন কিছুটা হলেও পাল্টবে এই বছর। এর নেপথ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতি। এই শিক্ষানীতি কিছু বিশেষ ধরনের প্রশ্নের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাতেও তেমন ধরনের প্রশ্ন গুরুত্ব পাবে।

কী বলছেন স্কুল অধ্যক্ষারা?

উত্তর শহরতলির এক স্কুলের অধ্যক্ষারও তাই মত। অধ্যক্ষা সুজাতা চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, শুধু পাঠ্যবই মুখস্থ করে গেলে সমস্যা হতে পারে। বরং, প্রতিটি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা দরকার। কারণ, ধারণাভিত্তিক (কনসেপচুয়াল) প্রশ্ন আসতে পারে এবার। অন্তত ৫০ শতাংশ মতো প্রশ্ন তেমনই হতে চলেছে বলে মত তাঁর। তাই বিষয় সম্পর্কে পরীক্ষার্থীর স্বচ্ছ থাকা জরুরি। নয়তো উত্তর লেখা একটু মুশকিল হতে পারে।

কেমন ধরনের প্রশ্ন আসবে?

উদাহরণ দিয়ে প্রশ্নের ধরন বুঝিয়ে দিলেন সুজাতা। ধরা যাক, একটি বিবৃতি দেওয়া হল। সেই বিবৃতি কতটা ঠিক বা কতটা ভুল, তা লিখতে হবে পরীক্ষার্থীদের। এই ধরনের প্রশ্ন সিবিএসই বোর্ড পরীক্ষায় এবার প্রথম আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, কোনও ঘটনার কথা উল্লেখ করে তার উপর নানা প্রশ্ন আসতে পারে। সেই সঙ্গে মাল্টিপল চয়েস প্রশ্ন (এমসিকিউ) আসার সম্ভাবনা থাকছে।

পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি চাই?

অধ্যক্ষেরা জানাচ্ছেন, ছাত্রছাত্রীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। চলতি বছরে নতুন ধাঁচের প্রশ্নের ভিত্তিতেই পঠনপাঠন হয়েছে। পরীক্ষার্থীদের কী ভাবে মানিয়ে নিতে হবে, তাও শিখিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে সিবিএসই বোর্ড। টেস্টেও পড়ুয়াদের জন্য এমন বেশ কিছু ধারণাভিত্তিক প্রশ্ন থাকছে। তবে ভালো ফল করতে পাঠ্যবই খুঁটিয়ে পড়া জরুরি। পাঠ্যবইয়ের শেষে প্রশ্ন বার বার লিখে অনুশীলন করতে হবে।

(Feed Source: hindustantimes.com)