২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher secondary 2024) ফর্ম ফিল আপ করার শেষ তারিখ ১৬ ডিসেম্বর। এদিকে টেস্ট পরীক্ষার খাতা দেখে রেজাল্ট বার করতে হবে স্কুলগুলিকে। ওদিকে সাইটের সার্ভার ঘন ঘন ডাউন। ইতিমধ্যেই শিক্ষকদের একাংশ ফর্ম পূরণের তারিখ পিছনো আর্জি করেছেন। এবার সেই আর্জিই শুনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal council Of higher secondary education)। বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস বাংলাকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘ফর্ম পূরণের শেষ তারিখ পিছনো হবে। সব দিক খতিয়ে দেখে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কী সমস্যায় পড়ছে পড়ুয়ারা?
উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড থাকা বাধ্যতামূলক। সেই অ্যাডমিট কার্ড পেতে গেলেই একটি ফর্ম পূরণ করতে হয়। বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর সবকিছুই অনলাইনে করা হয়। ফর্মও ভরতে হবে অনলাইনে। সেখানেই গণ্ডগোল। সার্ভার ডাউন বলে আটকে যাচ্ছে কাজ। সংসদ সভাপতিও মেনে নিলেন সেই সমস্যার কথা। এই অবস্থায় ১৬ ডিসেম্বররের মধ্যে ফর্ম ফিল আপ রীতিমতো কঠিন।
শিক্ষকদেরও শিরে সংক্রান্তি
সমস্যা শুধু পড়ুয়াদের নয়, শিক্ষকদেরও। স্কুলে উচ্চমাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিকেরও টেস্ট পরীক্ষা হয়েছে। তার মধ্যে রয়েছে অন্যান্য ক্লাসগুলির পরীক্ষা। পরীক্ষার খাতা দেখে রেজাল্ট বার করার চাপ রয়েছে। পাশাপাশি পরীক্ষার ইনভিজিলেশন ডিউটি। সব মিলিয়ে চাপে শিক্ষকরা। এদিকে ঠিক সময়ে টেস্টের খাতা দেখে নম্বর প্রকাশ করতে হবে। নইলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ফর্ম ভরতে পারবে না। ১৬ ডিসেম্বর ডেডলাইন বলে শিরে সংক্রান্তি অবস্থা। এহেন পরিস্থিতিতে শিক্ষকদের একাংশ আবেদন করেছেন তারিখ পিছনোর। সেই আবেদন শুনল সংসদ।
বে শেষ তারিখ?
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই দিন জানান, ‘অ্যাডমিট কার্ড পেতে এই ফর্ম ভরা জরুরি। ১৬ ডিসেম্বর তার শেষ তারিখ ছিল। কিন্তু সার্ভারে নানা সমস্যা হচ্ছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট টিমের সঙ্গে মিটিং হবে খুব শিগগিরই। তার পর ফর্ম ভরার শেষ তারিখ পিছনো হবে। সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে।’ কবে পর্যন্ত ফর্ম ভরতে পারবে পড়ুয়ারা? চিরঞ্জীববাবু বলেন, ‘সার্ভার ঠিক না হলে বলা যাচ্ছে না। কবে ঠিক হচ্ছে তার উপর নির্ভর করছে। তাই এখনও তারিখ ঠিক হয়নি। কতদিন পিছনো হবে তাও নির্দিষ্ট করা হয়নি। তবে পড়ুয়াদের দিকটা মাথায় রেখেই মিটিংয়ে চূড়ান্ত হবে সেই তারিখ।’ মিটিং হয়ে গেলেই জানিয়ে দেওয়া হবে সেই তারিখ।
(Feed Source: hindustantimes.com)