‘বাবা তোমাকে কেমন লাগছে’! মুক্তির অপেক্ষায় ডাঙ্কি, এ কী বলছে শাহরুখের ছেলে-মেয়ে

‘বাবা তোমাকে কেমন লাগছে’! মুক্তির অপেক্ষায় ডাঙ্কি, এ কী বলছে শাহরুখের ছেলে-মেয়ে

আপাতত চুটিয়ে ডাঙ্কির প্রচার করছেন শাহরুখ খান। রাজকুমার হিরানি-র সঙ্গে প্রথম কাজ কিং খানের। পরপর দুটো অ্যাকশন ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান নিজের অনুরাগীদের। তবে ডাঙ্কি একেবারে অন্য ধারার। পারিবারিক প্রেমের গল্পের আওতায় চোখ বুজে ফেলা যায় ‘ডাঙ্কি’কে।

দুবাইতে অনুরাগীদের সঙ্গে সিনেমার প্রোমোশন চলাকালীন বেশ মস্তির মুডে পাওয়া গেল বাদশাকে। সিনেমা নিয়ে কথা তো বললেনই, সঙ্গে শাহরুখের মুখে উঠে এল তাঁর ৩ ছেলেমেয়ের কথা।

বরাবরই শাহরুখ দাবি করেন পার্টি করার থেকে ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটানো তাঁর বেশি প্রিয়। ওদের পড়তে বসানো, নিজের মা-বাবার গল্প শোনানো-র মতো নানা কাজ করে থাকেন। শুধু তাই নয়, নিজের হাতে রেঁধেও খাওয়ান সুহানা-আব্রাম-আরিয়ানদের।

এবার শাহরুখকে বলতে শোনা গেল, ছেলে-মেয়েদের সঙ্গে বসে মাঝে মাঝে নিজের সিনেমাও দেখেন তিনি। শাহরুখের কথাতে, ‘আমি মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না এতদিন কাটিয়ে ফেললাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মাঝে মাঝেই ওদেরকে ডেকে নেই একসঙ্গে বসে আমার সিনেমা দেখার জন্য।’

‘প্রথমদিকে যখন ওদের সিনেমা দেখাতাম, ওরাও খুব ভালো ব্যবহার করত। আর এখন সিনেমা দেখে বলতে বসে ‘বাবা তোমাকে দেখতে কেমন লাগছে’, ‘এ বাবা চুলটা এরকম হয়ে আছে’-র মতো নানা কথা। একটু অস্বস্তিই হয় ওদের মুখ থেকে এসব শুনতে।’

ডাঙ্কি-কে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে শাহরুখ খানের ভক্তদের। অনেকেরই আশা ১০০০ কোটির গণ্ডি ছুঁয়ে যাবে এঠি পাঠান আর জওয়ানের মতোই। শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছেন বোমন ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার, অনিল গ্রোভাররা। জিও স্টুডিও, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মস রয়েছে ছবির প্রযোজনার দায়িত্বে।

ডাঙ্কির গল্প চার বন্ধুর। যারা ভাগ্যের অন্বেষণে পাঞ্জাব থেকে পৌঁছন ইংল্যান্ডে। যদিও বেশ ঘুরপথেই বেআইনি ভাবে। প্রেম আর বন্ধুত্ব মিলেমিশে গিয়েছে রাজকুমার হিরানির এই সিনেমায়।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এর তরফে ডাঙ্কি ছবিটিকে U/A সার্টিফিকেট দিয়েছে। ছবি ২ ঘণ্টা ৪১ মিনিটের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ডাঙ্কি ছবিটির অ্যাডভান্স বুকিং। ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।

এদিকে বক্স অফিসে ডাঙ্কি টক্কর দেবে প্রভাসের সালারকে। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ডাঙ্কির ৩৩৭৭০ টি টিকিট বিক্রি হয়েছে। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত শাহরুখের ছবি এখনও পর্যন্ত ১.২৪ কোটি টাকা আয় করেছে অ্যাডভান্স বুকিং থেকে যা সালারের থেকে কম। প্রভাসের সিনেমা ইতিমধ্যেই এক কোটির গণ্ডি টপকে গিয়েছে।

(Feed Source: hindustantimes.com)