Davis Cup: প্রয়োজনে পাকিস্তানে গিয়ে খেলবে ভারত, দল নির্বাচন করে জানাল ITF

Davis Cup: প্রয়োজনে পাকিস্তানে গিয়ে খেলবে ভারত, দল নির্বাচন করে জানাল ITF

শুভব্রত মুখার্জি: ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপের -১ প্লে অফ টাইয়ে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। আগামী বছর ফেব্রুয়ারি মাসে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। আর সেই টাইয়ের কথা মাথাতে রেখেই দল ঘোষণা করেছে ভারত। পাঁচ সদস্যের দল ঘোষণা করা হয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন অর্থাৎ এআইটিএর তরফে। দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটলেও, চাপানউতোরের পরিস্থিতি থাকলেও ভারত কিন্তু আপাতত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়েছে। আর সেই মনোভাব এআইটিএর তরফেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বাস্তবে সেই ঘটনা যদি সত্যিই ঘটে তাহলে ৬০ বছরে প্রথমবার ডেভিস কাপের ম্যাচ খেলতে পাক সফরে যাবে ভারতীয় লন টেনিস দল।

প্রসঙ্গত এর আগে ডেভিস কাপের মঞ্চে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেবার দুই দেশের মধ্যে চাপানউতোরের সম্পর্ক এড়াতে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়েছিল ম্যাচ। উজবেকিস্তানে সেবার আয়োজন করা হয়েছিল ভারত বনাম পাকিস্তান ডেভিস কাপ টাই। এবার অবশ্য এখন পর্যন্ত এই টাই আয়োজন হওয়ার কথা রয়েছে ইসলামাবাদের ঘাসের কোর্টে। টাইয়ে ভারতকে নেতৃত্ব দেবেন রামকুমার রামানাথান। দলে রয়েছেন ডাবলস স্পেশালিস্ট এন শ্রীরাম বালাজি, যুকি ভাম্ব্রি,সাকেত মাইনেনি, দিগ্বিজয় প্রতাপ সিং। উল্লেখ্য লখনউতে যে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ-২’র টাই খেলা হয়েছিল মরক্কোর বিপরীতে সেই টাইতে অভিষেক হয়েছিল দিগ্বিজয়ের।

গত সেপ্টেম্বর মাসে খেলা হয়েছিল ভারত এবং মরক্কোর। সেই টাইতে খেলা দিগ্বিজয় পাকিস্তানের বিরুদ্ধে টাইতে রিজার্ভ হিসেবে থাকবেন। এআইটিএর তরফে আইটিএফ ডেভিস কাপ কমিটির কাছে আবেদন জানানো হয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের। ১৯ অথবা ২০ ডিসেম্বর এই আবদনের রায় বেরনোর কথা রয়েছে। এআইটিএর জেনারেল সেক্রেটারি অনিল ধুপার অবশ্য জানিয়ে দিয়েছেন পাকিস্তানে যদি তাদের গিয়ে খেলতেও হয় তাতেও তারা খেলবেন। সেক্ষেত্রে ফেডারেশনের তরফে স্পেশাল পারমিশনের আবেদন করা হবে ভারত সরকারের তরফে। উল্লেখ্য এই বছরেই ভারতীয় ব্রিজ দলও লাহোরে গিয়েছিল টুর্নামেন্ট খেলতে। সরকারের তরফে সেই অনুমতি দেওয়া হয়েছিল। ভারতীয় লন টেনিস দল শেষবার ১৯৬৪ সালে পাকিস্তানে খেলেছিল।সেবার ৪-০ ফলে জিতেছিল তারা।

(Feed Source: hindustantimes.com)