হঠাৎ বাড়ল কোভিড! তড়িঘড়ি নির্দেশিকা কেন্দ্রের, কী কী রয়েছে তালিকায়?

হঠাৎ বাড়ল কোভিড! তড়িঘড়ি নির্দেশিকা কেন্দ্রের, কী কী রয়েছে তালিকায়?
নয়াদিল্লি: ফের চোখ রাঙাচ্ছে কোভিড (Covid)। ভারতে ইতিমধ্য়েই মিলেছে কোভিডের JN.1 ভ্যারিয়েন্টের (Covid Variant) খোঁজ। অনেকটাই বেড়েছে  সংক্রমণ। এই পরিস্থিতিতে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।

সব রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। ফের ফিরিয়ে আনতে বলা হচ্ছে প্রতিদিনের মনিটরিং (District Wise Monitoring)। জেলা ভিত্তিক SARI এবং ILI কেস কতগুলো হচ্ছে সেগুলি নিয়ে মনিটরিং করতে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। পাশাপাশি, কোভিড পরীক্ষার উপর জোর বাড়াতে বলা হয়েছে। যত বেশি সম্ভব RT-PCR পরীক্ষা করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। টেস্টে কোভিড পজিটিভ হলে সেগুলি INSACOG ল্যাবরেটরিতে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠাতে বলা হয়েছে।

(Feed Source: abplive.com)