মদনের টিমকে গড়াপেটা করে ছিটকে দেওয়া হয়েছে? প্রাক্তন পুলিশ কর্তার শরণাপন্ন IFA

মদনের টিমকে গড়াপেটা করে ছিটকে দেওয়া হয়েছে? প্রাক্তন পুলিশ কর্তার শরণাপন্ন IFA

খেলার মাঠে গড়াপেটার ব্যাপার অজানা কিছু নয়। ক্রিকেট হোক কি ফুটবল বা যেকোনও খেলা, মাঝেমধ্যেই উঠে আসে এমন অভিযোগ। এবার এই গড়াপেটার ছায়া পড়লো ‘প্রথম ডিভিশন কলকাতা লিগে। রাজ্যের বিধায়ক মদন মিত্রের আনা অভিযোগে চাপে পড়েছে আইএফএ। বিধায়কের দাবি এই টুর্নামেন্টে গড়াপেটা হয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে তাঁর দলের সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে এবং তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জল এতদূর গড়িয়েছে যে শেষ পর্যন্ত প্রাক্তন পুলিশ কর্তাকে দিয়ে তদন্ত কমিটিও গড়তে হচ্ছে আইএফএকে। এমনটাই জানা গিয়েছে এই সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে।

প্রথম ডিভিশন কলকাতা লিগ থেকে প্রিমিয়র ডিভিশনে যাওয়ার লড়াইতে ছিল কামারহাটির বিধায়ক মদন মিত্রের দল ‘বেলঘড়িয়া এফসি’। তবে মাঝে তিনি এক বিস্ফোরক অভিযোগ ওঠান যে গোটা প্রতিযোগিতায় গড়াপেটা হয়েছে। তিনি ক্রীড়ামন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি আইএফএকেও চিঠি দেন এবং হুঁশিয়ারি দেন সঠিক পদক্ষেপ না নেওয়া হলে তিনি ধরনায় বসবেন। চাপে পড়ে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয় সংগঠন। সচিব অনির্বাণ দত্ত দ্রুত পাঁচ সদস্যের একটি কমিটি গড়েন তদন্তের জন্য, যার মধ্যে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা অলোক ঘোষ। এছাড়াও কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী অপূর্ব ঘোষ, প্রাক্তন ফিফা রেফারি প্রদীপ নাগ, লাভ কর্তা মহাম্মদ জামাল এবং কলকাতা লিগের প্রথম ডিভিশন এবং প্রিমিয়র ডিভিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস।

বিধায়কের তোলার অভিযোগকে ঘিরে এই সময় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সচিব অনির্বাণ দত্ত দাবি করেছেন যে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হবে এবং যদি কেউ যুক্ত থাকে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, ‘দেখুন আমাদের কাছে বিধায়ক অভিযোগ করেছেন যে গড়াপেটা হয়েছে। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা পুরো ঘটনার তদন্ত করবো এবং যে বা যারা যুক্ত রয়েছে তাদের সকলকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। যা কড়া পদক্ষেপ নেওয়ার হয় আমরা নেব।

এই ঘটনাকে ঘিরে দলের কোচ ত্রিজিত দাসকে পদত্যাগ করার জন্য চিঠি দিতেও বলা হয়। এই মুহূর্তে তিনি রাজস্থানের এক কোচিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেন এবং তাঁকে ফোন করে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে তিনি এরম অন্যায়কে কোনও দিনই প্রশ্রয় দেন না। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত তদন্ত কমিটির তরফ থেকে কি তথ্য উঠে আসে। তা বলবে সময়।

(Feed Source: hindustantimes.com)