‘ফেল’ করলেও উচ্চম্যাধমিকে পাশ হয়ে যাবেন! শীঘ্রই নিয়ম শুরু করতে পারে WBCHSE

‘ফেল’ করলেও উচ্চম্যাধমিকে পাশ হয়ে যাবেন! শীঘ্রই নিয়ম শুরু করতে পারে WBCHSE

‘পাশ’ নম্বর না পেলেও উচ্চমাধ্যমিকে পাশ করা যাবে। শীঘ্রই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেই নিয়ম কার্যকর হতে পারে। কীরকম হবে বিষয়টা? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিকে যদি সেমেস্টার ব্যবস্থা চালু হয়, তাহলে এখনের মতো আর একটি চূড়ান্ত পরীক্ষা হবে না। বরং দুটি সেমেস্টার মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। সেক্ষেত্রে কোনও একটি সেমেস্টারে যদি কোনও পড়ুয়া উত্তীর্ণ হতে না পারেন, তাহলে তিনি যে উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে যাবেন, সেরকম নিয়ম থাকছে না। যেহেতু দুটি সেমেস্টার মিলিয়ে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফলাফল হিসাব করা হবে, তাই যে কোনও একটি সেমেস্টারে অকৃতকার্য হলেও অপর সেমেস্টারে ভালো ফল করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করার সুযোগ পাবেন।

শনিবার উচ্চমাধ্যমিকের সিলেবাস পরিবর্তনের রূপরেখা নির্ধারণ করা নিয়ে শিক্ষা সংসদের তরফে যে বৈঠক করা হয়, সেই বৈঠকের শেষে বিষয়টি জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, একটি নির্দিষ্ট কোনও সেমেস্টার পাশ বা ফেলের ব্যবস্থা থাকছে না। দুটি সেমেস্টার মিলিয়ে পাশ এবং ফেলের বিষয়টি নির্ভর করছে। অর্থাৎ দুটি সেমেস্টারের ভিত্তিতে হিসাব করে চূড়ান্ত রেজাল্ট তৈরি করা হবে।

যদিও কবে থেকে উচ্চমাধ্যমিকে সেমেস্টার প্রক্রিয়া চালু হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যে রাজ্যের স্কুলশিক্ষা দফতরে প্রস্তাব গিয়েছে। সেই প্রস্তাব পাঠিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তারপর স্কুলশিক্ষা দফতরের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই বিবেচনা করে দেখছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার প্রক্রিয়া চালু করা হবে কিনা।

বিষয়টি নিয়ে সংসদ সভাপতি জানিয়েছেন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা আপাতত স্কুলশিক্ষা দফতরে বিবেচনাধীন আছে। স্কুলশিক্ষা দফতর অনুমোদন দিলেই সেমেস্টার ব্যবস্থা চালু করা হবে। সংসদ যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার প্রক্রিয়া চালু করতে চাইছে, তাও বুঝিয়ে দিয়েছেন সংসদ সভাপতি। অর্থাৎ যে পড়ুয়ারা ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, তারা যখন একাদশ শ্রেণিতে ভরতি হবে, তাদের সময় থেকেই সেমেস্টার পদ্ধতি শুরু করতে চাইছে সংসদ। সেক্ষেত্রে সেমেস্টারের ভিত্তিতে প্রথম উচ্চমাধ্যমিক হবে ২০২৬ সালে (দুটি সেমেস্টার মিলিয়ে)।

(Feed Source: hindustantimes.com)