বিশ্বের সেরা ৫০-এ নেই ভারতের কোনও IIT! সমাবর্তনে এসে উদ্বেগ রাষ্ট্রপতির

বিশ্বের সেরা ৫০-এ নেই ভারতের কোনও IIT! সমাবর্তনে এসে উদ্বেগ রাষ্ট্রপতির

সারা বিশ্বের সেরা ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভারতের কোনও প্রতিষ্ঠান নেই। এই নিয়েই এবার কিছুটা উদ্বেগের সুর শোনা গেল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) গলায়। খড়গপুর আইআইটি (IIT Kharagpur) দেশের প্রাচীনতম আইআইটি। সোমবার সেই শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯তম সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং দেশের রাষ্ট্রপতি। এই দিন তাঁর বক্তৃতাতেই উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিংয়ের কথা।

র‌্যাঙ্কিং নিয়ে উদ্বেগে রাষ্ট্রপতি

সারা বিশ্বের প্রথম ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নেই দেশের কোনও আইআইটি। এমনকি দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানই সেই র‌্যাঙ্কিংয়ে নেই। বর্তমানে আইআইটি খড়গপুরের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ২৭১। বক্তৃতার মাঝে তিনি বলেন, ‘এটা উদ্বেগের বিষয় যে বিশ্বের প্রাচীনতম জ্ঞান ঐতিহ্যের এমন একটি বিশাল দেশ ভারত। অথচ এর একটি শিক্ষা প্রতিষ্ঠানও বিশ্বের শীর্ষ ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নেই। ভালো শিক্ষার চেয়ে ভালো র‌্যাঙ্কিং বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ভালো র‌্যাঙ্কিং থাকলে সারা বিশ্বের শিক্ষার্থী এবং ভাল শিক্ষকরা আকর্ষিত হন। পাশাপাশি দেশের সম্মানও বাড়ে। আমি চাই দেশের সবচেয়ে পুরনো এই আইআইটি সেই চেষ্টা করুক।’

বৈষম্য মেটাতে প্রযুক্তিতে জোর দৌপ্রদীর

সামাজিক বৈষম্যের কথাও উঠে এল তাঁর কথায়। এই দিন সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে তিনি বলেন, প্রযুক্তির উপর আরও জোর দিতে হবে। তাঁর কথায়, সমাজের বৈষম্য বাড়াতে নয়, বরং বৈষম্য কমানোর দিকে জোর দিতে হবে প্রুযুক্তিকে। সবার মধ্যে বৈষম্য কমাতেই কাজে লাগবে প্রযুক্তি (Equal right to technology)। এমনটাই হওয়া উচিত বলে মনে করেন দেশের রাষ্ট্রপতি। পাশাপাশি পড়ুয়াদের সেই লক্ষ্যে এগিয়ে যেতে উদ্বুদ্ধও করেন তিনি।

কথা প্রসঙ্গেই আইআইটির প্রশংসাও করতে শোনা যায় তাঁকে। তিনি এই দিন বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের আঁতুড়ঘর হল আইআইটি। যুগান্তাকারী প্রচেষ্টা করতে হবে নতুন প্রযুক্তি আবিষ্কার করতে। তাই বৈষম্য দূর করার ব্যাপারেও শিক্ষা প্রতিষ্ঠানের উপর তাঁর ভরসা রয়েছে এমন ইঙ্গিত দেন বক্তৃতায়।

অমৃতকাল (Amrit Kaal of India) নিয়ে বিশেষ কথা

বসুধৈব কুটুম্বকম (Vasudhaiva Kutumbakam) ভারতের মৈত্রীর মন্ত্র। এই মৈত্রী অর্জন করতে নানা বাধাবিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। এই দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারত অমৃতকালে প্রবেশ করেছে। এবার দেশে স্বর্ণযুগ আনতে প্রযুক্তিকেই মূল মাধ্যম করতে হবে বলে জানান তিনি।

(Feed Source: hindustantimes.com)