খেতে খেতে হঠাৎই ঢলে পড়লেন মৃত্যুর কোলে! নীরব হার্ট অ্যাটকের ভিডিয়ো ভাইরাল

খেতে খেতে হঠাৎই ঢলে পড়লেন মৃত্যুর কোলে! নীরব হার্ট অ্যাটকের ভিডিয়ো ভাইরাল

দিব্যি খেতে বসেছিলেন। টেবিলে খাবার সাজানোও হয়ে গিয়েছিল। অথচ সেই অবস্থাতেই হঠাৎ ঢলে পড়লেন টেবিলের উপর। টেবিলে রাখা একটি খাবারের থালার উপর ঝুঁকে পড়লেন এক ব্যক্তি। তার আগের মুহূর্তেই বুকের কাছে হাত রাখতে দেখা গিয়েছিল তাঁকে। এর পর পাশের একজন তাঁর মাথা তুলতেই দেখেন অচৈতন্য হয়ে পড়েছেন তিনি। ওই অবস্থা দেখেই তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, সাইলেন্ট হার্ট অ্যাটাকের (silent heart attack) কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। গোটা ঘটনার ভিডিয়োটি একটি সিসিটিভি ক‌্যামেরায় রেকর্ড হয়ে ছিল। সেই ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় (viral video)।

ঠিক কী ঘটেছিল?

পরিবারের সঙ্গে রাতে ডিনার করতে একটি হোটেলে গিয়েছিলেন কৈলাস প্যাটেল নামের ওই ব্যক্তি। খেতে বসার পর কিছুটা অস্বস্তি বোধ করছিলেন কৈলাস। ভিডিয়োতে দেখা যায়, তাঁকে বুকে হাত দিতে। তার সঙ্গে সঙ্গেই তিনি ঢলে পড়েন টেবিলের উপর। তাঁর আত্মীয়রা তাঁকে তুলতে গেলে তিনি চেয়ার থেকেই পড়ে যান। এর পর চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, তিনি মারা গিয়েছেন। সাইলেন্ট হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।

সাইলেন্ট হার্ট অ্যাটাক আদতে কী?

এটি এমন একটি হার্ট অ্যাটাক যখন একটি করোনারি ধমনী ব্লক হয়ে যায় এবং রক্ত ​​​​প্রবাহ কমে যায়। এর ফলে, হার্টের পেশি কাজ করার জন্য অক্সিজেন পায় না।শেষ পর্যন্ত সেটি থেমে যায়।ফলে ব্যক্তির মৃত্যু হয়।

কী কী লক্ষণ দেখা যায় (silent heart attack symptoms)?

  • সাইলেন্ট হলেও ব্যথাটা হঠাৎ করে আসে না। বুকে প্রায়ই একটা চাপ চাপ ব্যথা অনুভূত হয়।
  • এছাড়াও, কিছু ক্ষেত্রে হালকা ঘাম হতে পারে।
  • অনেক সময় এমন হার্ট অ্যাটাকের আগে বমি পায় অনেকের।
  • এছাড়াও বুকের আশেপাশে বেশ কিছু এলাকায় ব্যথা হতে পারে। যেমন বাম হাত, বুক, কাঁধ, বগলের দিকে ব্যথা হতে পারে।

সাইলেন্ট হার্ট অ্যাটাক কী বিপজ্জনক?

বলে রাখা ভালো, অন্তত ৫০ শতাংশ হার্ট অ্যাটাক সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়। তাই এই ধরনের হার্ট অ্যাটাক খুব স্বাভাবিক। তাহলে কী করবেন? চিকিৎসকদের কথায়, হার্টের নিয়মিত পরীক্ষা করাতে হবে। এছাড়াও, শীতকালে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

(Feed Source: hindustantimes.com)