ফের করোনার চোখরাঙানি ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০-র বেশি, সতর্কবার্তা কেন্দ্রের

ফের করোনার চোখরাঙানি ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০-র বেশি, সতর্কবার্তা কেন্দ্রের
নয়াদিল্লি : দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona Virus)। করোনার নতুন উপপ্রজাতি JN.1-এর হঠাৎ বাড়বাড়ন্তে লাফিয়ে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬০০-র বেশি। গত ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনার হঠাৎ এই লাফে রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। জানা যাচ্ছে, যে বৈঠকের পরে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, ওই বৈঠকে করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে। পাশাপাশি করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলে হয়েছে বৈঠকে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, কেরলে গত ২৪ ঘণ্টায় ২৯২ জন আরও করোনা পজিটিভ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। তামিলনাড়ুতে ১৩ এবং মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১। এছাড়াও তেলঙ্গানা, পাঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাত মিলিয়ে মোট, ৩৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১১।

যে বাড়বাড়ন্তের দিকে নজর রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে করোনা মোকাবিলায় প্রত্যেকটি হাসপাতাল কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে রাজ্য প্রশাসনও প্রত্যেক জেলায়, হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড, কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে ICU-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

(Feed Source: abplive.com)