ISL: চোট, কার্ড নিয়ে কান্নাকাটি করতে রাজি নই- দাবি ফেরান্দোর, তবে চাপে বাগান

ISL: চোট, কার্ড নিয়ে কান্নাকাটি করতে রাজি নই- দাবি ফেরান্দোর, তবে চাপে বাগান

বুধবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে এবার আইএসএলে প্রথম বার ম্যাচ হারল মোহনবাগান। শুধু যে হারতে হয়েছে, তা নয়, এই ম্যাচে তিন নির্ভরযোগ্য প্লেয়ারের লালকার্ড হয়েছে। পরের ম্যাচে তাদের পাওয়া যাবে না। স্বভাবতই চাপে পড়ে গিয়েছে সবুজ-মেরুন। প্রথম একাদশের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই ও হেক্টর ইউস্তে লালকার্ড দেখেন। এদিকে আক্রমণ ভাগের ভরসা লিস্টন কোলাসোও লালকার্ড দেখেছেন বুধবার। পরের ম্যাচ দু’দিন পরেই লিগ টেবলের শীর্ষে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে, যে ম্যাচটি বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো অবশ্য এই নিয়ে বেশি ভাবনাচিন্তা করতেই রাজি নন। মুম্বইয়ের কাছে ১-২-এ হারার পরে সাংবাদিকদের স্প্যানিশ কোচ বলেন, ‘ফুটবলে এরকম হয়। তার সমাধানও বের করতে হয়। যাদের হাতে পাব, তাদের নিয়েই দল নামাতে হবে। চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতী আমি নই। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। আমি জানি, শনিবারের ম্যাচের জন্য কাদের পেতে পারি। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করে ঘরের মাঠে খেলতে নামব।’

পরের ম্যাচের আগে হাতে যে বেশি সময় নেই তা মনে করিয়ে দিয়ে ফেরান্দো বলেন, ‘এখন আমাদের হাতে বেশি সময় নেই। যতটুকু সময় রয়েছে, ততটুকু সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি করে তা কার্যকর করার জন্য মাঠে নামতে হবে এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতেও হবে। এ ছাড়া আমাদের হাতে আর কোনও বিকল্প নেই। লিস্টন, রাই, হেক্টরদের বাদ দিয়েই খেলতে হবে। পরিবর্ত খেলোয়াড়রা সুযোগ পাবে। এটা তাদের পক্ষে ভাল।’

বুধবার মুম্বই ফুটবল এরিনায় প্রথমার্ধে জেসন কামিন্সের গোলে এগিয়ে যাওয়া পরেও, দু’গোল হজম করে হারতে হয়েছে মোহনবাগানকে। ৪৪ মিনিটে সমতা ফেরান গ্রেগ স্টুয়ার্ট এবং ৭৩ মিনিটে বিপিন সিং মুম্বইয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ।

এদিকে ম্যাচে রেফারি রাহুল গুপ্তার নজিরবিহীন লাল কার্ড দেখানো নিয়ে প্রশ্ন উঠলে ফেরান্দো কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন, ‘এই নিয়ে কিছু বলতে চাই না, সবাই দেখেছেন কী হয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা ন’জনে খেলে লড়াই করেছি। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলাম। আজ আমার কাছে এটাই সবচেয়ে ইতিবাচক ব্যাপার।’

নিজেদের পারফরম্যান্স নিয়ে ফেরান্দো বলেন, ‘আমরা আজ অনেক সুযোগ তৈরি করেছি। গোল পাওয়ার পরে আমাদের দু’জন খেলোয়াড় হলুদকার্ড দেখায় আমাদের পরিস্থিতি কঠিন হয়ে যায়। আমরা সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি। কারণ, মনবীর, দিমি, হুগো চোট সারিয়ে মাঠে ফিরেছিল। এমনিতেই আমাদের কাছে ম্যাচটা কঠিন ছিল। তার ওপর ট্রানজিশনের একটা ভুলেই আমরা প্রথম গোলটা খেয়ে যাই। দ্বিতীয়ার্ধে আরও একটা। ন’জন খেলোয়াড় নিয়ে খেললে তো পরিস্থিতি কঠিন হবেই।’

(Feed Source: hindustantimes.com)