গোড়ালির চোটে কাবু, আফগানিস্তানের বিরুদ্ধে সম্ভবত নেই সূর্যকুমার, প্রশ্ন হার্দিককে নিয়েও

গোড়ালির চোটে কাবু, আফগানিস্তানের বিরুদ্ধে সম্ভবত নেই সূর্যকুমার, প্রশ্ন হার্দিককে নিয়েও
মুম্বই: বিশ্বকাপের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সফরে ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই।

গোড়ালির চোটে কাবু সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পরই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি থেকে শুরু হবে যে সিরিজ। সেই সিরিজে হয়তো দেখা যাবে না স্কাইকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলার সময়ই গোড়ালিতে চোট পান সূর্যকুমার। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি এমনিতেই খেলেননি। আফগানদের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না বলেই ধরে নিচ্ছেন সকলে।

জোহানেসবার্গে ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালি মচকে যায় সূর্যর। যন্ত্রণায় তিনি এমনই কাতর ছিলেন যে, কার্যত দু’জনের কাঁধে ঘর করে ঝুলে ঝুলে মাঠ ছেড়ে বেরতে হয়। পা ফেলতেই পারছিলেন না তিনি। সম্ভবত গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে মুম্বইয়ের ক্রিকেটারের। সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে স্কাইয়ের।

বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘সূর্যকুমার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিল। সেখানে মেডিক্যাল সায়েন্স টিম ওকে চোটের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলেই জানিয়েছে। তিন সপ্তাহের মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হবে। সেই সিরিজে সূর্য খেলতে পারবে না। টেস্ট দলে ও হয়তো থাকবে না। ফেব্রুয়ারিতে মুম্বইয়ের হয়ে রঞ্জি ম্যাচে মাঠে ফিরতে পারে সূর্যকুমার।’

আফগানদের বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যরও মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালি মচকে গিয়েছিল বঢোদরার অলরাউন্ডারের। বিশ্বকাপের মাঝপথ থেকে তিনি ছিটকে যান। তাঁর পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছে হার্দিক কবে মাঠে ফেরেন দেখার জন্য। তবে আফগানিস্তানের বিরুদ্ধেও সম্ভবত ফেরা হচ্ছে না হার্দিকের।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট।  আর গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আচমকায দেশে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)।  কারণ সঠিকভাবে জানা না গেলেও বোর্ড সূত্রে খবর, পারিবারিক কারণে আচমকায দেশে ফিরতে হয়েছে  প্রাক্তন ভারত অধিনায়ককে। বোর্ডের থেকে অনুমতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। যার জন্য তিন দিনের ইন্টার স্কোয়াড যে প্রস্তুতি ম্যাচ চলছে, সেই ম্যাচে খেলছেন না বিরাট। তবে বোর্ডে সূত্রে জানানো হয়েছে প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা বিরাটের।

(Feed Source: abplive.com)