কপাল খুলল সরকারি কর্মীদের, পদোন্নতির বড় সুযোগ, তৈরি হল নতুন পদ

কপাল খুলল সরকারি কর্মীদের, পদোন্নতির বড় সুযোগ, তৈরি হল নতুন পদ

কপাল খুলে গেল রাজ্য় সরকারি কর্মীদের। কদিন আগে ডিএ-র ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার রাজ্য় সরকারের অধীন সচিবালয়ের কর্মীদের জন্য সুখবর। অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, সব মিলিয়ে ৯২টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্য়ে সহ সচিব হিসাবে থাকছে ৩৮টি পদ। উপ সচিব হিসাবে আরও ৩৬টি পদ তৈরি করা হচ্ছে। যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবেও আরও ১০টি পদ তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে এই পদগুলিতে রাজ্য সরকারি কর্মীরা পদোন্নতির সুযোগ পাবেন। নতুন করে তৈরি হওয়া এই পদগুলিতে প্রমোশন পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

মূলত যেটা হবে রাজ্য় সরকারি কর্মীদের মধ্য়ে যারা সচিবালয় সার্ভিসের সঙ্গে যুক্ত তাঁদের এখানে প্রমোশন দেওয়া হবে। সেক্ষেত্রে প্রমোশন নিয়ে যাঁদের এতদিন ধরে নানা ধরনের সমস্যা ছিল, প্রমোশন হচ্ছে না বলে যাঁরা এতদিন নানা ধরনের অভিযোগ তুলতেন তাঁদের সমস্যা এবার অনেকটাই মিটতে পারে।

এদিকে এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্য়মে নিযুক্ত কোনও কর্মী এবার থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদাতেও যেতে পারবেন। এক্ষেত্রে প্রমোশন হয় না, উঁচু পদে যাওয়া যায় না বলে যে সমস্ত সমস্য়া এতদিন ছিল সেটা অনেকাংশে কমতে পারে বলে মনে করা হচ্ছে। এতে খুশি হবেন কর্মীরা।

এদিকে ডিএ সহ নানা দাবিতে এখনও ধর্নায় যৌথমঞ্চের আওতায় থাকা সরকারি কর্মীরা। তাদের মধ্য়ে প্রবল অসন্তোষ। ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে তারপরেও আন্দোলনকারীদের একাংশের দাবি,  বার বার বলা সত্ত্বেও দাবি পূরণ করছে না রাজ্য সরকার। এদিকে ডিএর দাবিতে দিনের পর দিন আন্দোলনে বসেছেন সরকারি কর্মীরা। দলে দলে ধরনায়। এরপর রাজ্য সরকার সম্প্রতি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। তারপর এবার নতুন পদ তৈরি করে পদোন্নতির হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। সব মিলিয়ে সরকারি কর্মীদের জন্য় বার বার আসছে সুখবর। তবে তারপরেও কি কর্মীদের মন পাবে সরকার?

(Feed Source: hindustantimes.com)