জলপান করে কেটে গেল ৫০ বছর! কীভাবে খাবার না খেয়ে এতদিন বেঁচে, জানালেন বৃদ্ধা

জলপান করে কেটে গেল ৫০ বছর! কীভাবে খাবার না খেয়ে এতদিন বেঁচে, জানালেন বৃদ্ধা

জলই জীবন। আমাদের শরীরের অধিকাংশই জল। কিন্তু তা বলে শুধু জল খেয়ে কি আর বেঁচে থাকা যায়? যায়! অন্তত এমনটাই করে দেখিয়েছেন ভিয়েতনামের এক বৃদ্ধা। তাঁর কথাই এবার উঠে এল সংবাদ শিরোনামে। জল খেয়ে কি বছরের পর বছর ধরে বেঁচে থাকা সম্ভব? যুক্তি দিয়ে হয়তো এই কথার উত্তর পাওয়া যাবে না। কিন্তু ভিয়েতনামের (Vietnam) নাগরিক বুই তি লোই সেই অসম্ভবই সম্ভব করেছেন বলে জানা গিয়েছে। সংবাদসূত্রের দাবি, তিনি গত ৫০ বছর ধরে কেবল জল আর নরম পানীয় খেয়ে বেঁচে আছেন। পানীয় বাদে কোনও শক্ত খাবারই তিনি খাননি, এখনও খান না।

কবে থেকে এই অভ্য়াস

প্রায় ৫০ বছর আগে থেকেই এই অভ্যাস বুই তি লোইয়ের। বর্তমানে ৭৫ বছর বয়স তাঁর। ১৯৬৩ সালে যুদ্ধের সময় একটি বিশেষ ঘটনার সময় থেকে এমনটা হয়। সেই সময় গোটা দেশের অবস্থা টালমাটাল। একদিন অন্য মহিলাদের সঙ্গে খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে পাহাড়ে উঠছিলেন  বুই তি লোই। তখনই শুরু হয় বজ্রপাত। তার জেরে জ্ঞান হারান তিনি। দুর্যোগ থামলে চেতনা ফিরে আসে তার । কিন্তু তাতেও বজ্রপাতের ভয়ংকর মানসিক ট্রমা কাটেনি। তার থেকে বেরোতে পারছিলেন না কিছুতেই। সেই সময় প্রথম শক্ত খাবার মুখে তুলতে পারেননি বুই তি লোই। সঙ্গীরা সেই সময় মিষ্টি পানীয় খাওয়াতে শুরু করেন তাঁকে। যা ম্যাজিকের মতো কাজ করে। সুস্থ হয়ে ওঠেন বুই তি লোই। এর পর ফল খেয়েছিলেন বুই। কিন্তু কিছুতেই শক্ত খাবার মুখে তুলতে পারছিলেন না তিনি।

দীর্ঘদিনের অভ্যাস

সেই শুরু আজব কাণ্ডের। ভিয়েতনামের ৭৫ বছরের বৃদ্ধার দাবি আর কখনও শক্ত খাবার খাননি তিনি । ১৯৭০ থেকে তিনি শক্ত খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন। নরম পানীয়ে চিনি থাকে, সেই থেকেই তিনি দরকারি শক্তি পান শরীরে। তিনি দাবি করেছেন, এখনও শক্ত খাবারের গন্ধ নাকে এলেও বমি পায় তাঁর। এতে নাকি তাঁর দারুণ সুবিধাও হয়েছে। তা হল বাড়িতে রান্নাঘর থাকলেও রান্নার পাট নেই। কেবল ফ্রিজ ভর্তি জল আর ঠান্ডা পানীয় থরে থরে সাজানো। তাতেই দিব্যি কেটে যাচ্ছে বছর ৭৫-এর বুই তি লোই।

(Feed Source: hindustantimes.com)