‘টার্গেট একটু বেশি বেঁধে দেন’ লোকসভায় শাহি-টার্গেটে পৌঁছনো সম্ভব? কী বললেন দিলীপ?

‘টার্গেট একটু বেশি বেঁধে দেন’ লোকসভায় শাহি-টার্গেটে পৌঁছনো সম্ভব? কী বললেন দিলীপ?
কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Poll )  আগে বঙ্গ সফরে অমিত শা Amit Shah ) -জে পি নাড্ডা (J P Nadda ) । দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে দুই নেতার। এবার কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের সামনে কত টার্গেট রাখবে ? সেদিকেই তাকিয়ে বঙ্গ বিজেপি। গত লোকসভা ভোটে শাহর বেঁধে দেওয়া টার্গেটের কাছাকাছিই পৌঁছেছিল বিজেপি। বিধানসভায় লক্ষ থেকে বহু দূরে থেমে গেলেও আগামী লোকসভা ভোটে ফের একবার শানদার ইনিংস খেলার আশায় গেমপ্ল্যান করছে বিজেপি।

লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? সূত্রের খবর, এই সমস্ত বিষয় নিয়ে শাহ-নাড্ডার সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠকে আলোচনা হওয়ার কথা।

গত লোকসভা ভোটে বিজেপির কাণ্ডারী ছিলেন দিলীপ ঘোষ। তখন তিনি বিজেপির রাজ্য সভাপতি। এখন তিনি আর সে-পদে নেই। এমনকী সর্বভারতীয় স্তরেও পার্টির কোনও পদে নেই দিলীপ। তিনি এখন শুধুই বাংলা থেকে নির্বাচিত অন্যতম বিজেপি সাংসদ। কী বলছে, তাঁর অভিজ্ঞতা ?

দিলীপ ঘোষ বললেন, ‘ দল এই রাজ্যকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার। শীর্ষ নেতা, বিশেষত অমিত শাহ, যাঁর নেতৃত্বে বিজেপি এ রাজ্যে বেড়ে ১৮ হয়েছে। তিনি বারবার রাজ্যে আসেন। সঙ্গে সভাপতি এসেছেন। এই দলের জন্ম পশ্চিমবঙ্গে। সব সময় টার্গেট একটু বেশি বেঁধে দেন। আগের বার ২২ দিয়েছিলেন। আমরা ১৮ টা করে দেখিয়েছি। আশা আছে বাংলা বিমুখ করবে না। তাই বারবার আসছেন। মাঝে কয়েক বছর লাগাতার অত্যাচারে কর্মীরা মনোবল হারিয়েছেন। সেটা ফেরাতেই তাদের বারবার আসা। ‘

মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি ঠিক হবে এখানে।  সূত্রের খবর, লোকসভা ভোটের আগে রাজ্যে দল কোন পথে এগোবে, তা একটা রুটম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। উপস্থিত থাকবেন বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। থাকবেন কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা। বিজেপি সূত্রে দাবি, বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ  দিয়েছেন অমিত শা।

(Feed Source: abplive.com)