সেট পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে বিরাট আপডেট, আর বেশিদিন অপেক্ষা করতে হবে না

সেট পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে বিরাট আপডেট, আর বেশিদিন অপেক্ষা করতে হবে না

সেট পরীক্ষার ফলাফল বের হওয়া নিয়ে বড় আপডেট দিল কলেজ সার্ভিস কমিশন। কলেজের অধ্য়াপক পদে চাকরি পাওয়ার জন্য় যে যোগ্যতামান নির্ণয়ের জন্য় এই পরীক্ষায় বসতে হয়। সূত্রের খবর, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

ফল প্রকাশের ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলেজ সার্ভিস কমিশন। ইতিমধ্য়েই ওএমআর শিট স্ক্যানিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে মোটামুটি যা ইঙ্গিত মিলেছে তাতে লোকসভা ভোটের আগেই সেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই ফলাফল প্রকাশিত হতে পারে। কারণ যদি এই ফলাফল প্রকাশ করতে আরও দেরি হয়ে যায় তবে লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেলে ফলাফল বের হতেও অনেকটা দেরি হয়ে যাবে। এর জেরে সমস্য়ায় পড়তে পারেন পড়ুয়ারা।সেকারণে লোকসভা ভোটের আগেই এই ফলাফল প্রকাশ করার উদ্যোগ।

তবে সেই সঙ্গেই আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে এই পরীক্ষার অ্যানসার কি প্রকাশিত হতে পারে। সেটা কমিশনের ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে।

এরপর সেই উত্তরের উপর মতামত দেওয়া যেতে পারে। অন্তত দশদিন ধরে এই মতামত দেওয়া যাবে। তারপরই কমিশনের তরফে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে। সেটা মিলিয়ে দেখে নিতে পারেন।

এবার সব মিলিয়ে ৮০ হাজার পরীক্ষার্থী আবেদন করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। তার মধ্যে ১৫ শতাংশ পরীক্ষা দেননি। সব মিলিয়ে রাজ্যের চাকরির বাজারে এবার বেশ আশার খবর। তবে শেষ পর্যন্ত চাকরি কবে মেলে সেটাই দেখার।

(Feed Source: hindustantimes.com)