২০৩৬ অলিম্পিক্সের আয়োজন করতে প্রস্তুতি আমদাবাদের,তৈরি হচ্ছে ৫টি নয়া স্টেডিয়াম

২০৩৬ অলিম্পিক্সের আয়োজন করতে প্রস্তুতি আমদাবাদের,তৈরি হচ্ছে ৫টি নয়া স্টেডিয়াম

শুভব্রত মুখার্জি: অলিম্পিক গেমসের আয়োজক হওয়া যে ভারত সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, তা অনেক দিন আগেই নিশ্চিত করে দেওয়া হয়েছে।বিশেষ করে গুজরাট এই বিষয়ে সব থেকে বেশি আগ্রহ দেখিয়েছে। গুজরাটের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা এই বিষয়ে তাদের লালন করা স্বপ্নের কথা জনসমক্ষে জানিয়ে দিয়েছে। তবে অলিম্পিক গেমসের আয়োজক হতে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে আমদাবাদ। তারা রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাঁচ, পাঁচটি নয়া স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা তারা নিয়ে ফেলেছে। আর আমদাবাদে এই পাঁচটি নয়া স্টেডিয়াম তৈরি হতে চলেছে ২০৩৬ অলিম্পিক গেমসের আগেই।

আর এই পাঁচটি নয়া স্টেডিয়াম তৈরির মধ্যে দিয়ে তারা ২০৩৬ সালের অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে নিজেদের দাবিকে আরও বেশি শক্তপোক্ত করতে বদ্ধপরিকর গুজরাট সরকার। তবে গুজরাট সরকারকে এই বিষয়ে সাহায্য করছে ভারত সরকারও। রাজ্য এবং কেন্দ্রীয় দুই সরকার মিলে যৌথ ভাবে এই অলিম্পিক গেমস আয়োজনের বিষয়ে কাজ করছে। যে নতুন পাঁচটি স্টেডিয়াম তৈরির কথা হয়েছে, তার মধ্যে একটি রয়েছে অলিম্পিক্স মানের ফুটবল এরিনা তৈরি করা। বাকি চারটির মধ্যে দু’টি রয়েছে ইন্ডোর এরিনা তৈরি করা। একটি অ্যাকোয়াটিক এরিনা এবং আর একটি টেনিস স্টেডিয়াম তৈরির কথা চিন্তা করা হয়েছে।

প্রসঙ্গত, গুজরাটের আমদাবাদে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিরাট জনগনের ধারণ ক্ষমতা সম্পন্ন নরেন্দ্র মোদী স্টেডিয়াম। যেখানে মাসখানেক আগেই আয়োজন করা হয়েছিল ওডিআই বিশ্বকাপের ফাইনাল। জানা গিয়েছে, নয়া পাঁচ স্টেডিয়ামের যে প্রাথমিক প্ল্যান, তা ইতিমধ্যেই অনুমোদন করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এবং আমদাবাদ ডেভেলপমেন্ট অথরিটির তরফে। এই স্পোর্টস এনক্লেভের নাম দেওয়া হয়েছে এসভিপি (সর্দার বল্লভভাই প্যাটেল) স্পোর্টস এনক্লেভ। ২০৩৬ সালে ভারত আমদাবাদে যে অলিম্পিক গেমস আয়োজন করার চেষ্টা করছে তাতে এই স্পোর্টস কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অক্টোবর মাসেই দেশের প্রধানমন্ত্রী ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্স এবং ২০৩০ সালে গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস আয়োজনের ভারতের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এই স্পোর্টস এনক্লেভে বিশ্বমানের ট্রেনিং ফেসিলিটিও থাকছে। ফুটবল স্টেডিয়ামের জনগন ধারণ ক্ষমতা থাকবে ৫০০০০। দু’টো ইন্ডোর স্টেডিয়ামের ধারণ ক্ষমতা থাকবে ১৮০০০ এবং ১০০০০। অ্যাকোয়াটিক্স সেন্টারের ধারণ ক্ষমতা থাকছে ১২০০০। টেনিস সেন্টারে খেলা দেখতে পারবেন ১০০০০ সমর্থক।

(Feed Source: hindustantimes.com)