মাথা কেটে আনলেই ১ কোটি! ছবি মুক্তির আগে খুনের হুমকি, কী বললেন রামগোপাল বর্মা ?

মাথা কেটে আনলেই ১ কোটি! ছবি মুক্তির আগে খুনের হুমকি, কী বললেন রামগোপাল বর্মা ?

হায়দ্রাবাদ: পরিচালক রাম গোপাল বর্মাকে (Ram Gopal Verma) মেরে ফেললেই ১ কোটি টাকার পুরস্কার ! প্রকাশ্য টেলিভিশন অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন তামিলনাড়ুর এক সক্রিয় রাজনৈতিক কর্মী আর তাতেই সমাজমাধ্যমে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে সরাসরি অভিযোগ দায়ের করেন পরিচালক। এক্স হ্যান্ডলে পরিচালকের এই পোস্টকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

ঘটনাটা কী?

মঙ্গলবার সকালেই নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন রামগোপাল বর্মা (Ram Gopal Verma) যেখানে তিনি বলেন টিভি ৫ (TV5) নামের একটি টেলিভিশন চ্যানেলে এসে একটি অনুষ্ঠানে সক্রিয় রাজনৈতিক কর্মী কলিকাপুড়ি শ্রীনিবাস রাও (Sreenivas Rao) তাঁকে মেরে ফেলার জন্য প্রকাশ্যে ১ কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করেছেন। আর এই মর্মেই সেই পোস্টে অন্ধ্রপ্রদেশের পুলিশকে ট্যাগ করে অভিযোগ দায়ের করেন রামগোপাল।

মূল অভিযোগ কী?

রামগোপালের অভিযোগ, টিভি চ্যানেলের সঞ্চালক সাম্বাও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত যে কারণে তিনি শ্রীনিবাস রাওয়ের কথাতেই সম্মতিসূচক ভঙ্গি করে সেই একই কথা ৩ বার পুনরাবৃত্তি করেন। অন্য আরেকটি পোস্টে রামগোপাল বর্মা স্পষ্ট জানান যে, তিনি আনুষ্ঠানিকভাবেই এবার শ্রীনিবাস রাও, টিভি৫-এর সঞ্চালক সাম্বাশিবা রাও এবং চ্যানেলের মালিক বি আর নাইডুর বিরুদ্ধে মামলা দায়ের করছেন।

পরিচালকের দাবি কী ?

চলচ্চিত্র পরিচালক রামগোপাল বর্মার (Ram Gopal Verma) বক্তব্য এই যে, টিডিপি (Telugu Desham Party) দলের কর্মী এবং চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) অনুগতরা তাদের পেটোয়া টিভি চ্যানেলে এসে মানুষের মাথা কাটার হুমকি দিচ্ছেন। যদি এই মানুষগুলিকে না তাড়ানো হয়, তাহলে সুপারি খুন এদেশে একটা রাজনৈতিক অ্যাজেন্ডা হয়ে দাঁড়াবে।

ওই চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন রামগোপাল বর্মার পরের ছবি ‘ভয়োম’ (Vyooham)-এর প্রসঙ্গে কথা বলতে গিয়েই শ্রীনিবাস রাও রামগোপালের উদ্দেশে তোপ দাগেন।

কেন এই বিরোধিতা?

ঘটনার মূল কেন্দ্রে রয়েছে রামগোপাল বর্মার এই ছবিটি যা কিনা আগামী ২৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এই ছবিতে নাকি টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডুর মানহানি করা হয়েছে এবং সেই প্রসঙ্গে সোমবার হায়দ্রাবাদে পরিচালকের বাড়ির সামনে তাঁর কুশপুত্তলিকাও দাহ করেন টিডিপির সদস্যরা। তেলঙ্গানা হাইকোর্টে এই ছবির বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন তাঁরা, যাতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না পায়। আর তাই এদিন এক্স হ্যান্ডলে বিরোধীদের এক হাত নেন পরিচালক। যদিও, সমাজমাধ্যমে অভিযোগ দায়ের করার পর অন্ধ্রপ্রদেশের পুলিশ কী পদক্ষেপ করেছে সে ব্যাপারে কোনও খবর এখনও পাওয়া যায়নি।

(Feed Source: abplive.com)