Joint Entrance: জয়েন্টের ফর্ম ফিলআপ শুরু হয়ে গেল, শেষ তারিখ ৩১ জানুয়ারি

Joint Entrance: জয়েন্টের ফর্ম ফিলআপ শুরু হয়ে গেল, শেষ তারিখ ৩১ জানুয়ারি

উচ্চমাধ্যমিকের পর বহু ছেলেমেয়ের স্বপ্ন থাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ক্র্যাক করে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি-এর মত কোর্সগুলি পড়া। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম-এর দিনক্ষণ। এই পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির কোর্সে ভর্তি হতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ঘোষণা করেছে আগামী বছরের ২৮ এপ্রিল রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই পরীক্ষার জন্য অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেল ২৮ ডিসেম্বর থেকে। ৩১ জানুয়ারি পর্যন্ত ছাত্রছাত্রীরা অনলাইন মাধ্যমে আবেদন জমা দিতে পারবে বলে জানিয়েছে নির্দিষ্ট সংস্থা। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, wbjeeb.nic.in গিয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করা যাবে।

২০২৪ সালের ২৮ এপ্রিল সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে প্রথম অর্ধের পরীক্ষা এবং এর পরবর্তীতে দ্বিতীয় অর্ধের পরীক্ষা শুরু হবে দুপুর ২টোর সময় এবং তা শেষ হবে নির্ধারিত সময় বিকেল ৪টে-তে। বহু ক্ষেত্রেই দেখা যায় ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিলআপ করার সময় বেশ কিছু তথ্যগত ভুল ত্রুটি করে ফেলেন। এক্ষেত্রে এই বছর বিশেষ সুযোগ এনেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ড জানিয়েছে ৩১ জানুয়ারি ফর্ম জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষের পরে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে অনলাইনেই। এবার আসা যাক ফর্ম ফিলআপ বাবদ খরচের বিষয়ে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের ফি বাবদ লাগবে ৪০০ টাকা। এসসি, এসটি, ওবিসি ক্যাটেগরির মহিলা ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ফি হিসেবে ৩০০ টাকা জমা দেবেন। এর পাশাপাশি অসংরক্ষিত আসনগুলির ক্ষেত্রে ফি থাকবে ৫০০ টাকা। ফর্ম ফিলাপের পর অনলাইন মাধ্যমেই এই টাকা জমা দিতে হবে ছাত্রছাত্রীদের।

জয়েন এন্ট্রান্স পরীক্ষাটি রাজ্যভিত্তিক হলেও ভারতবর্ষের যেকোনও স্বীকৃত বোর্ডের ছাত্রছাত্রীরাই দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ হলে এই পরীক্ষায় বসতে পারবেন। জয়েন্ট পরীক্ষার ক্ষেত্রে একটি মজার বিষয় হল, এই পরীক্ষায় বসতে গেলে বয়সের কোনও উর্ধ্বসীমা থাকে না। তবে পরীক্ষায় বসতে গেলে ১৭ বছরের মধ্যে হতে হবে বয়স। কেবলমাত্র মেরিন ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে উর্ধ্বসীমা থাকছে ২৫ বছর। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরকে ভিত্তি করে পরীক্ষার্থীদের বয়স হিসেব করা হবে।

(Feed Source: hindustantimes.com)