ডোপ টেস্টে ব্যর্থ ২৫ অ্যাথলিট, তালিকায় জাতীয় গেমসের পদকজয়ীরাও

ডোপ টেস্টে ব্যর্থ ২৫ অ্যাথলিট, তালিকায় জাতীয় গেমসের পদকজয়ীরাও

ভারতবর্ষের ক্রীড়াজগতে ঘটলো একটি ভয়ানক কান্ড! যার জেরে সৃষ্টি হল চাঞ্চল্যকর পরিস্থিতি। ঠিক কি হয়েছে? প্রকাশ্যে এলো ডোপিং কেলেঙ্কারি। একজন নয়, দুজন নয়, একেবারে ২৫ জন অ্যাথলিট ধরা পরল হাতেনাতে। এই কেলেঙ্কারির জেরে আঙুল উঠলো ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) উপর। পাশাপাশি, কালো ছায়া ন্যাশনাল গেমসের উপরও। মনে করা হচ্ছে এর আগে এই রকম ঘটনা কোনও দিনও হয়নি। ডোপিং কেলেঙ্কারিতে এর আগে বহু অ্যাথলিট ধরা পড়েছে ঠিকই, তবে এক সঙ্গে এত জনের ধরা পড়া রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে ক্রীড়ামহলকে।

২৫ অক্টোবর থেকে ৯ নভেম্বর অবধি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ন্যাশানাল গেমস। সেই প্রতিযোগিতা চলাকালীন ব্যবস্থা করা হয়েছিল ডোপিং টেস্টের। বিভিন্ন ইভেন্টের সঙ্গে যুক্ত অ্যাথলিটরা দিয়েছিলেন এই পরীক্ষা। তবে দিনের শেষে সৃষ্টি হল এক ভয়াবহ পরিস্থিতি। এক সঙ্গে ২৫ জন খেলোয়াড়ের ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ সকলেই যে এই ড্রাগের আশ্রয় নিয়েছিল তা এলো প্রকাশ্যে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যে শুধু তরুন খেলোয়াড়ই নয়, একাধিক জনপ্রিয় ও পদকজয়ী অ্যাথলিটরাও রয়েছে এই তালিকায়। এই কেলেঙ্কারি সামনে আসতেই রীতিমতো চাপে পড়েছে আইওএ। পাশাপাশি, অস্বস্তিতে পড়েছে ন্যাশনাল গেমসও।

একাধিক অ্যাথলিটরা এই ঘটনাক সঙ্গে যুক্ত। এই ঘটনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও। অনেকেই মনে করছেন যেকোনো বড় প্রতিযোগিতার আগে সব খেলোয়াড়দেরই জন্যই, সে যতই জনপ্রিয় হোক না কেন, ডোপিং টেস্ট বাধ্যতামূলক করা উচিত। পাশাপাশি, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) ও ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। শেষ খবর পাওয়া পর্যন্ত নাডার তরফ থেকে এই কেলেঙ্কারি সঙ্গে যুক্ত অ্যাথলিটদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখনও পরীক্ষা চলছে। তাই মনে করা হচ্ছে আরো বেশ কয়েকজনের নাম এই তালিকায় যোগ হতে পারে।

এই ডোপিং কেলেঙ্কারিতে জড়ানো অন্যান্য অ্যাথলিটরা হলেন- কমলজিৎ কৌর, যিনি ২০০ মিটারে রুপো পেয়েছিলেন, অজয় ​​কুমার যিনি ৫ হাজার মিটারে ব্রোঞ্জ পেয়েছেন, রুপো পাওয়া সাইক্লিস্ট অনিতা দেবী। এ ছাড়াও রয়েছেন ফরমান আলি, প্রবীণ কুমার, ভি নেহা, হরজোধভীর সিং, বক্সার ভাবনা। এই প্রথম বার বিলিয়ার্ডস প্লেয়ারও ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। অ্যাথলেটিক্স এবং ভারোত্তোলন ছাড়াও, বক্সিংয়ের ২ জন, সাইক্লিং, কুস্তি, ট্রায়াথলন, নেটবল, কবাডি এবং সাঁতারের একজন করে অ্যাথলিট ডোপ টেস্টে ফেল করেছেন। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত এই অ্যাথলিটদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়। আর কাদের নাম যুক্ত হবে এই তালিকায়? সব জানা যাবে কিছুক্ষণের মধ্যে।

(Feed Source: hindustantimes.com)