পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের অন্তিম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের অন্তিম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
সিডনি: পাকিস্তানকে প্রথম দুই টেস্টে হারিয়ে সিরিজ় ইতিমধ্য়েই নিজেদের নামে করে ফেলেছে অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি থেকে নিয়মরক্ষার তৃতীয় টেস্টে (AUS vs PAK 3rd Test) মুখোমুখি হচ্ছে দুই দল। সিডনিতে আয়োজিত সেই ম্যাচের জন্য আজই ১৩ সদস্যের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)।

ঘরের মাঠ সিডনিতেই এই ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ওয়ার্নার। তবে জর্জ বেইলির দাবি সিরিজ় জিতে গেলেও, তৃতীয় টেস্ট ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া দল। সেই লক্ষ্যে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের স্কোয়াডই ধরে রাখল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রধান নির্বাচক বলেন, ‘আমরা সিরিজ়ের তিন ম্যাচ জিততেই বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে জাতীয় নির্বাচক কমিটি মেলবোর্নের দলই সিডনিতেও অপরিবর্তিত রাখছে। আমরা ডেভিড ওয়ার্নারের ঘরের মাঠে ওর শেষ টেস্ট ম্যাচে ওর দুরন্ত কেরিয়ারকে সেলিব্রেট করতে আগ্রহী।’

ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার মতান্তরে তিন ফর্ম্যাটের সেরা ব্যাটারের তকমা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে ওয়ার্নার ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু আমি মনে করি ক্রিকেটের তিন ফর্ম্য়াটে ওয়ার্নার অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ক্রিকেটার হবে সম্ভবত। ওর মত প্লেয়ার পাওয়া খুবই কঠিন হবে। টেস্টে ৪৫ এর ওপর গড় রেখে ব্যাটিং করেছে ও ৭০ এর ওপর স্ট্রাইক রেটে ব্য়াট করেছে ও। অজি ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান রয়েছে ওয়ার্নারের ঝুলিতে।’

একদিকে অস্ট্রেলিয়া সিরিজ়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে আগ্রহী, অপরদিকে পাকিস্তান এই ম্যাচের মাধ্য়মে অজিভূমে নাগাড়ে ১৬ ম্যাচ হারের ধারা থামাতে বদ্ধপরিকর হবে। শান মাসুদরা সেই লক্ষ্যে আদৌ সফল হন কি না, এখন সেটাই দেখার বিষয়।

সিডনি টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ান দল:-

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার

(Feed Source: abplive.com)