ভারতীয় বায়ুসেনাতে কাজের সুযোগ, AFCAT-তে কারা বসতে পারবেন?

ভারতীয় বায়ুসেনাতে কাজের সুযোগ, AFCAT-তে কারা বসতে পারবেন?

কলকাতা: ভারতীয় বায়ুসেনাতে (Indian Air Force) কাজ করতে অনেকেই চান। তবে তার আগে পেরোতে হবে বেশ কয়েকটি ধাপ। AFCAT বা এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল উভয় ক্ষেত্রেই এই টেস্ট দিতে হবে। চলতি বছর ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি এই পরীক্ষা রয়েছে।

যোগ্যতার মাপকাঠি: AFCAT 2024 পরীক্ষায় বসার জন্য দ্বাদশ পাস করতে হবে এবং অবশ্যই স্নাতক হতে হবে। বায়ুসেনার উড়ানে কাজ করতে হলে দ্বাদশে অবশ্যই বিজ্ঞান থাকতেই হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। যদিও যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে। তবে অবশ্যই ৬০ শতাংশ নম্বর পেতেই হবে। তবে যোগ্যতার মাপকাঠি প্রয়োজন অনুযায়ী বদলাতেও পারে।          

পরীক্ষার ধরন: পরীক্ষার পূর্ণমান ৩০০। দু ঘণ্টার পরীক্ষায় ১০০টা প্রশ্ন থাকবে। অবজেক্টিভ প্রশ্ন থাকবে এই পরীক্ষায়। সাধারণ সচেতনতা, ইংরেজিতে বলার ক্ষমতা, রিজিওনিং, মিলিটারি অ্যাপটিটিউট টেস্ট  হবে। ইংরেজি ভাষাতে হবে প্রশ্ন পত্র। ভুল উত্তরে রয়েছে নেগেটিভ মার্কিং। একটা ভুল উত্তরে এক নম্বর কাটা যাবে।

CTET সংক্রান্ত খুঁটিনাটি: চলতি মাসেই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা CTET। চলতি বছর ২১ জানুয়ারি এই পরীক্ষা নেবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE। অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে ctet.nic.in ওয়েবসাইটে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরের কাজটাই হল যাবতীয় ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা তা খুঁটিয়ে দেখা। যেমন, পরীক্ষার্থীর নাম, ফটো, সই সব দেখে নিতে হবে। যদি কোনও তথ্য ভুল বা তথ্য দেওয়া না থাকে তাহলে অবশ্যই তা জানাতে হবে CBSE-কে। কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

    • প্রথমে ctet.nic.in এই ওয়েবসাইটে যাবেন
    • admit card/exam city slip এই ডাউনললোড লিঙ্কে ক্লিক করতে হবে।
    • এরপর যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে তা দিয়ে লগ ইন করতে হবে।
    • স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড। সেখান থেকেই করে নেওয়া যাবে ডাউনলোড।

(Feed Source: abplive.com)