১৩তম দিনেই সবচেয়ে কম! বছরের শুরুতে মুখ থুবড়ে পড়ল ‘ডাঙ্কি’, অপ্রতিরোধ্য ‘সালার’

১৩তম দিনেই সবচেয়ে কম! বছরের শুরুতে মুখ থুবড়ে পড়ল ‘ডাঙ্কি’, অপ্রতিরোধ্য ‘সালার’

মুক্তির পর থেকেই ‘ডাঙ্কি’ বনাম ‘সালার’ লড়াইয়ে অনেকটা এগিয়ে প্রভাস।  দুটো ১০০০ কোটির ব্লকবাস্টারের পর শাহরুখের ডাঙ্কি ঘিরেও প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই উন্মাদনার সঙ্গে এঁটে উঠতে পারেননি রাজু হিরানি ও শাহরুখ খান জুটি। ওদিকে পরপর ফ্লপে জর্জরিত প্রভাসের ভাগ্য ফেরালো ‘সালার’।

‘ডাঙ্কি’ vs ‘সালার’—এই লড়াইয়ের চিত্রটা নতুন বছরেও এতটুুকু বদলায়নি। বছরের শেষদিনের লড়াই জমে উঠলেও নতুন বছরের প্রথম দু-দিন শাহরুখের ছবিকে তুড়ি মেরে উড়ালেন প্রভাস।

ডাঙ্কির কালেকশন

মঙ্গলবার, ছবি মুক্তির ১৩তম দিনে ‘ডাঙ্কি’র ঝুলিতে এল সবচেয়ে কম টাকা। এদিন ৪ কোটির গণ্ডিও পার করেননি শাহরুখ-তাপসীরা। ছবির কালেকশন ছিল মাত্র ৩ কোটি ৮৫ লক্ষ টাকা। সেখানে সোমবার ছবির আয় ছিল ৯.০৫ কোটি টাকা। অর্থাৎ এক ঝটকায় ৫০%-এর বেশি আয় কমেছে ছবির। এই আয়ে ভর দিয়ে দেশের বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলল ‘ডাঙ্কি’। ছবির মোট আয় দাঁড়িয়েছে ২০০.৬২ কোটি টাকা। সোমবার বিশ্ব বক্স অফিসে ৪০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়েছিল ‘ডাঙ্কি’।

২০২৩ সালটা আক্ষরিক অর্থে শাহরুখের কামব্যাকের বছর। শুরুটা হয়েছিল ‘পাঠান’ দিয়ে, তারপর আসে ‘জওয়ান’। গত বছর (২০২৩)-এর সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি এটি। ডাঙ্কির কামাই কম হলেও শাহরুখ এবং হিরানি দুজনেই সন্তুষ্ট এই ফলাফলে।

‘সালার’-এর বক্স অফিস কালেকশন

সালারের সঙ্গে প্রভাস দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়! রাধে শ্যাম-এর ভরাভুবির পর এই ছবি নিয়ে বিশেষ আশাবাদী ছিলেন না অনেক ট্রেড বিশেষজ্ঞও, তবে সকলকে ভুল প্রমাণিত করে মুক্তির প্রথম দিনই দেশের বক্স অফিসে ৯০ কোটির ব্যবসা হাঁকিয়েছিল এই ছবি। ২রা জানুয়ারিও ভালো ফল করল এই ছবি। মঙ্গলবার (Saalar Box office Collection Day 12) ছবির কালেকশন ৭.৫০ কোটির আশেপাশে। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে সালার-এর আয় ৩৬৯.৩৭ কোটি টাকা। অন্যদিকে সালার-এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৬৪৪.৮০ কোটি টাকা।

স্বপ্নপূরণের লক্ষ্যে, সুরক্ষিত ভবিষ্যতের আশায় ‘ডাঙ্কি রুট’ (বেআইনিভাবে) ধরে বিদেশ যাত্রার (এখানে লন্ডন) গল্প হিরানির ডাঙ্কি। অবৈধ অভিবাসীদের প্রেক্ষাপটে সাজানো এই গল্পে শাহরুখের পাশাপাশি দর্শক দেখেছে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিদের। অন্যদিকে খানসার প্রেক্ষাপটে তৈরি দুই বন্ধুর গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে  সালার। সেই দুজন বন্ধুর নাম দেব ও বর্ধ। যে ভূমিকায় রয়েছেন প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারণ। ছবিতে প্রভাসের নায়িকা শ্রুতি হাসান।

নতুন বছরের গোড়ায় সেভাবে কোনও বড় ছবির মুক্তি নেই। হৃতিক-দীপিকার ‘ফাইটার’ আসছে ২৫শে জানুয়ারি। সুতরাং আগামী তিন সপ্তাহ ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকছে শাহরুখ ও প্রভাসের হাতে।

(Feed Source: hindustantimes.com)