ছাত্রছাত্রীদের শুধু শিক্ষিত নয়, স্বনির্ভর করার উদ্যোগে শুরু বিশেষ প্রকল্প

ছাত্রছাত্রীদের শুধু শিক্ষিত নয়, স্বনির্ভর করার উদ্যোগে শুরু বিশেষ প্রকল্প
  • রণবীর ভট্টাচার্য

৩২ বছর ধরে সমাজের জন্য নানা কাজ করে চলা বেসরকারি সংস্থা টুমরোজ ফাউন্ডেশন স্কিলস@স্কুল কর্মকান্ড শুরু করল কলকাতার বন্দর এলাকায় দুটি স্কুলে। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর্য পরিষদ বিদ্যালয়ে। এই সমগ্র কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভাবে সাহায্য করছে কেন্দ্রীয় মিনি রত্ন সংস্থা ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার দিক থেকে মহৎ কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা অঙ্গীকার করেছে ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, যাদের অন্যতম অফিস রয়েছে কলকাতার হাইড রোডে।

স্কিলস@স্কুল একটি বিশেষ স্কুল কেন্দ্রিক সামাজিক প্রকল্প যেখানে ১৪ থেকে ১৮ বছরের ছাত্র ছাত্রীদের স্কুলের আঙিনায় স্বনির্ভরতার পাঠ দেওয়া হয়। ২০১৭ সালে এই প্রকল্প শুরু করা হয়েছে টুমরোজ ফাউন্ডেশনের তরফে যেখানে ৩৫ টি সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের ৭৮৫০ ছাত্র ছাত্রীকে স্বনির্ভরতার জন্য হাতেকলমে ট্রেনিং দেওয়া হয়েছে। এই মুহূর্তে স্কিলস@স্কুল প্রকল্পে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের শেখানো হচ্ছে মোবাইল রিপেয়ারিং, জুয়েলারি ডিজাইনিং, স্বাস্থ্য কেন্দ্রিক কর্মসূচি, বিউটি ও ওয়েলনেস সহ একাধিক বিষয়ে ট্রেনিং।

এই অনুষ্ঠানে ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের তরফে পি কে মিশ্র (এক্সিকিউটিভ) বলেন, ‘আমাদের সামাজিক দায়বদ্ধতার দিক থেকে আমরা বছরভর বিভিন্ন কল্যাণমূলক কর্মের সাথে যুক্ত রয়েছি। বর্তমানে আর্য পরিষদ বিদ্যালয় এবং গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাইস্কুলের ৮০ জন ছাত্রছাত্রীকে মোবাইল রিপেয়ারিং এবং বিউটি ও ওয়েলনেস নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে।’

এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে উপস্থিত ছিলেন এডিপিও বিষ্ণুপদ সরকার, স্থানীয় কাউন্সিলর আনোয়ার খান এবং বিশিষ্টজন। বলাই বাহুল্য, এই স্বনির্ভরতার পাঠ দেওয়ার অন্যতম লক্ষ্য হল ছাত্রছাত্রীদের স্কুলছুট হওয়া থেকে আটকানো এবং সার্বিক ভাবে নতুন শিক্ষানীতি অনুসারে পাঠদানকে আরও বাস্তবিক ও কর্মমুখী করে তোলা। অনুষ্ঠানে উপস্থিত দুই স্কুলের ছেলেমেয়েরা তাদের কাজের নমুনা তুলে ধরে সকলের সামনে।

(Feed Source: hindustantimes.com)