PSG ছাড়তে কোটি-কোটি টাকারও পরোয়া করছেন না এমবাপে- রিপোর্ট

PSG ছাড়তে কোটি-কোটি টাকারও পরোয়া করছেন না এমবাপে- রিপোর্ট

ফুটবল বিশ্বে এই মুহূর্তে এক জনপ্রিয় নাম কিলিয়ান এমবাপে। বল পায়ে তিনি এই মুহূর্তে বিশ্বের তাবড় তাবড় দলের কাছে একটা আতঙ্ক। তাঁর পায়ে বল দেখলেই রীতিমত ঘাবড়ে যান বিপক্ষ দলের ডিফেন্ডাররা। পাশাপাশি, সকলেই ধরে নেন এবার জালে জড়াবে বল। তবে ফ্রান্সের এই জনপ্রিয় স্ট্রাইকারকে ঘিরে উঠল বিতর্ক। অন্য দলের তরফ থেকে একটি বিশাল অর্থ রাখা হয়েছে এমবাপের কাছে, যার জন্য তিনি হয়তো পাল্টাতে পারেন তাঁর বর্তমান দল, ঠিক এমনটাই খবর এলো এক সূত্রের থেকে। সেই সূত্রের বক্তব্য যে জুন মাসের চলতি চুক্তি শেষ হলেই তিনি হয়তো ছাড়তে পারেন পিএসজি। যদিও দলের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

চলতি ‘লিগ ১’ মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে পিএসজি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। সৌজন্যে কিলিয়ান এমবাপের নজরকাড়া পারফরম্যান্স। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন তিনি। তবে বিতর্কে জড়িয়ে শিরোনামে উঠে এলেন তিনি। এক সূত্র মারফত জানা গিয়েছে যে শীঘ্রই পিএসজি ছাড়তে পারেন তিনি। এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে সেই সূত্রের বক্তব্য যে অন্য দলের তরফ থেকে বিশাল অংকের টাকার পাওয়ায় জুন মাস শেষ হলেই তিনি হয়তো ছাড়তে পারেন দল। তবে পিএসজিকে যোগাযোগ করা হলে সেই সম্পর্কে কিছুই বলেননি তারা।

প্রসঙ্গত, বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির জয়ের পর এক সাক্ষাৎকারে এমবাপে জানান যে যেমনই চুক্তি হোক না কেন দলের শান্তিটাই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘দলের প্রেসিডেন্টের সঙ্গে এই মরশুমে যে চুক্তিতে আমি এসেছিলাম, আমার সিদ্ধান্ত যাই হোক না কেন তবে, সকলকে আমরা সাহায্য করতে সফল হয়েছি। তবে দিনের শেষে সব কিছুর উর্ধ্বে হলো দল। দলের শান্তিটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।’

উল্লেখ্য, ‘লিগ ১’এর এই মরশুম শুরু হয়েছে ১১ অগস্ট এবং চলবে ১৮ মে ২০২৪ অবধি। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ১৮টি দল। এখনও পর্যন্ত খেলা হয়েছে মোট ১৫৩টি ম্যাচ এবং মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২। এই পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষস্থানে রয়েছেন পিএসজির কিলিয়ান এমবাপে। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ১৮টি গোল। ১৭ ম্যাচের ৪০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছেন পিএসজি।

(Feed Source: hindustantimes.com)