‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর জন্য আমি আর রোহিত হাত-পা খুইয়ে বসি!’ কেন বললেন শিল্পা?

‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর জন্য আমি আর রোহিত হাত-পা খুইয়ে বসি!’ কেন বললেন শিল্পা?

‘খেল শেষ করতে’ আসছেন সিদ্ধার্থ-শিল্পারা, ৫ জানুয়ারি প্রকাশ্যে এসেছে অ্যাকশনে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই নিজের যন্ত্রণার কথা জানিয়েছেন শিল্পা শেট্টি। এই ওয়েব সিরিজের শ্যুটিং করতে গিয়ে কিছু কম কঠখড় পোহাতে হয়নি রোহিত শেট্টি ও শিল্পা শেট্টিকে। এই সিরিজের শ্যুটিং করতে গিয়ে পা ভাঙে শিল্পার, পরিচালক রোহিত শেট্টিরও হাতে চোট লেগেছিল। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেবিষয়েই কথা বলেছেন শিল্পা।

শিল্পা বলেন, তিনি এর আগেও অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করেছেন। তবে ঘটনাচক্রে এই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে গেল। শিল্পা বলেন, সিরিজের বিষয়বস্তু ছিল ভারতীয় পুলিশ বাহিনীকে নিয়ে। আমাকে যখন আমার চরিত্রটি বর্ণনা করা হয়েছিল, তখন জানতে পারি চরিত্রের নাম তারা। চরিত্রটা খুব সুন্দরভাবে লেখাও হয়েছে। এরপর মজা করে রোহিতের দিকে ইশারা করে শিল্পা বলেন, ‘আমরা একটা হাত ও একটা পা খুইয়ে বসি’।

আর পা ভাঙার কারণে, শিল্পাকে প্রায় ৩ মাস বাড়িতে আটকে পড়তে হয়। শিল্পা বলেন, ‘আমি অ্যাকশন করতে ভালোবাসি। এর আগেও করেছি। তবে প্রথমবার কোনও স্টান্ট ডাবল না নিয়েই শ্যুট করি। আর এটাই রোহিতের ইচ্ছে ছিল। কারণ তিনি পুরো বিষয়টিই রিয়েল রাখতে চেয়েছিলেন।’

তবে শিল্পা জানান, ‘এটা আমার কাছে একটা বড় সুযোগ। আর আমি এই ইন্ডিয়ান পুলিশ ফোর্সে যোগ দিতে পেরে ভীষণ খুশি।’ প্রসঙ্গত, এই সিরিজে শিল্পা শেট্টি ছাড়াও  প্রধান ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, ও বিবেক ওবেরয়কে। আমাজন প্রাইমে ১৯ জানুয়ারি থেকে দেখা যাবে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজটি। ট্রেলার মুক্তির পর মাত্র তিন ঘণ্টায় ১৬ লক্ষের বেশি ভিউ হয়েছে ট্রেলারটি।

ট্রেলারে দেখা গিয়েছে দিল্লির বুকে পর পর বিস্ফোরণ। সেই সময় এন্ট্রি নেন সিদ্ধার্থ মালহোত্রা ওরফে দিল্লি পুলিশ ফোর্সের অন্যতম অফিসার। তাঁকে বলতে শোনা যায় ‘দিল্লি পুলিশ খেলে না, খেল খতম করে।’ তারপরই দেখা মেলে আরেক অফিসার তারার অর্থাৎ শিল্পার। শিল্পা, বিবেক, সিদ্ধার্থরা কীভাবে এই বিস্ফোরণের নেপথ্যে থাকা দুষ্কৃতীদের খুঁজে বের করে, শহরকে কীভাবে তারা নিরাপত্তা দেয়, তারই ঝলক উঠে এসেছে ট্রেলারে। গোটা ট্রেলার জুড়ে রয়েছে ভরপুর অ্যাকশন, টানটান উত্তেজনা। রয়েছে রোহিত শেট্টি স্পেশ্যাল কার চেজিং এর দৃশ্যও। তাই রোহিত অনুরাগীদের আশা, এই সিরিজটি তাঁদের বিনোদনের অন্যতম সেরা কপ সিরিজ হয়ে উঠবে।

(Feed Source: hindustantimes.com)