ভারত ও অস্ট্রেলিয়া – দুই দলই ১১৮ রেটিংয়ে ছিল। তবে পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ফলে শেষ হওয়ায় ভারত এক রেটিং পয়েন্ট হারায়। তাতেই শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ভারত নেমে গিয়েছে দুই নম্বরে। অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টেই জিতেছে। ১১৮ পয়েন্টেই রয়ে গিয়েছেন প্যাট কামিন্সরা।
এর ফলে তিন ধরনের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর দল হওয়ার স্বীকৃতি হারাল ভারত। টেস্ট ছাড়াও ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর দল ছিল ভারতই। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে তিন ধরনের ফর্ম্যাটে পয়লা নম্বরে পৌঁছেছিল ভারত। টেস্টে সিংহাসনচ্যুত হওয়ার পর এখন শুধু ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রইল ভারত।
ওয়ান ডে ক্রিকেটের শীর্ষেও রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া – এই দুই দলই। ১২১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারত। বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া রয়েছে দুইয়ে। তাদের রেটিং ১১৭।
টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে ভারতই। অনেকটা এগিয়ে রয়েছে রেটিংয়ে। ভারতের রেটিং ২৬৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫৬। ৯ রেটিংয়ে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার নিউজ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজ়ম। টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব।
তাৎপর্যপূর্ণভাবে, বোলারদের ব়্যাঙ্কিংয়ে তিন ফর্ম্য়াটের শীর্ষে তিন স্পিনার। টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের সেরা বোলার ভারতের অফস্পিনার আর অশ্বিন। ওয়ান ডে ক্রিকেটে বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ।
(Feed Source: abplive.com)