Aditya L1 LIVE: ইতিহাস ভারতের! সূর্য ‘জয়’ করল ISRO-র আদিত্য এল১, জানালেন মোদী

Aditya L1 LIVE: ইতিহাস ভারতের! সূর্য ‘জয়’ করল ISRO-র আদিত্য এল১, জানালেন মোদী

Aditya L1 Solar Mission Live Updates: চূড়ান্ত ধাপ – আর সেই ধাপ পেরোলেই সূর্যের ‘পাড়া’ তথা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট ১’ (এল১) লাগোয়া একটি ‘হ্যালো’ কক্ষপথে প্রবেশ করে যাবে ভারতের সৌরযান আদিত্য এল১। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেল চারটে নাগাদ সেই ইতিহাস তৈরি করতে চলেছে ভারতের মহাকাশ সংস্থা ইসরো। তবে চন্দ্রযান-৩ মিশনের মতো ‘দমবন্ধ করা’ ১৭ মিনিট কাটাতে হবে না, আদিত্য এল১ সৌরযানের শেষ ধাপ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে। আর সেই ‘ফাইনাল পরীক্ষা’-র লাইভ আপডেট দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

06 Jan 2024, 04:27:31 PM IST

Aditya L1 Live Updates: আদিত্য এল১ কী কী কাজ করবে?

১) সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় (ক্রোমোস্ফিয়ার এবং করোনা) গতিবিদ্যা নিয়ে গবেষণা।২) ক্রোমোস্ফিয়ার এবং করোনা কীভাবে উত্তপ্ত হয়, তা নিয়ে গবেষণা করা হবে। সেইসঙ্গে ইসরোর তরফে জানানো হয়েছে, আংশিকভাবে আয়োনাইজড প্লাজমার পিছনে কী বিজ্ঞান লুকিয়ে আছে, তা নিয়েও গবেষণা চালানো হবে আদিত্য-এল১ মিশনে।৩) বিভিন্ন যে সৌর বিস্ফোরণ ঘটে থাকে, তা কীভাবে পর্যায়ক্রমে হয়, সেটা চিহ্নিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। অর্থাৎ ওই পুরো প্রক্রিয়া নিয়ে অনুসন্ধান চালানো হবে।

06 Jan 2024, 04:16:57 PM IST

Aditya L1 LIVE: ইতিহাস ভারতের! সূর্য ‘জয়’ করল ISRO-র আদিত্য এল১, জানালেন মোদী

ইতিহাস ভারতের! সূর্যের ‘পাড়া’-য় পৌঁছাল আদিত্য এল১, জানালেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তিনি বলেন, ‘আরও একটি ল্যান্ডমার্ক তৈরি করল ভারত। নিজের গন্তব্যে পৌঁছে গেল ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১।’

06 Jan 2024, 04:11:20 PM IST

Aditya L1 Live Updates: আদিত্য এল১-র মোটর ‘ফায়ারিং’ হয়ে গিয়েছে, ধারণা বিশেষজ্ঞদের

চন্দ্রযান-৩ মিশনের অবতরণের মুহূর্তটা যেমন লাইভ সম্প্রচার করেছিল ইসরো, আদিত্য এল১-র চূড়ান্ত ধাপের সময় সেরকম করা হচ্ছে না। ফলে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। যদিও ইসরো যেরকম সূচি জানিয়েছিল, সেটার ভিত্তিতে বিশেষজ্ঞদের ধারণা, ইতিমধ্যে আদিত্য এল১-র মোটর ‘ফায়ারিং’ হয়ে গিয়েছে।

06 Jan 2024, 04:01:42 PM IST

Aditya L1 Live Updates: কয়েক মিনিট পরেই ‘সূর্য নমস্কার’ ভারতের সৌরযান আদিত্য এল১-র

কয়েক মিনিটের মধ্যেই ‘সূর্য নমস্কার’ করতে চলেছে আদিত্য এল১। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের সৌরযানের মোটর ‘ফায়ার’ করবে ইসরো। আর ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট ১’ (এল১) লাগোয়া একটি ‘হ্যালো’ কক্ষপথে প্রবেশ করবে ভারতের সৌরযান। যা ভারতের ‘সূর্য নমস্কার’ হতে চলেছে।

06 Jan 2024, 03:58:32 PM IST

Aditya L1 Live Updates: আদিত্য এল১-র ক্র্যাশ ল্যান্ডিংয়ের সম্ভাবনা নেই, তবে বিপদ অন্য জায়গায়, বোঝালেন, ইসরোর প্রাক্তনী

‘হিন্দুস্তান টাইমস’-এ ইসরোর প্রাক্তন বিজ্ঞানী এবং নিম্বাস এডুকেশনের প্রতিষ্ঠাতা মণীশ পুরোহিত জানিয়েছেন, আদিত্য এল১-র ক্ষেত্রে ‘ক্র্যাশ ল্যান্ডিং’-র সম্ভাবনা নেই। মোটরের ফায়ারিংয়ের গোলযোগের জন্য চাঁদের মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল রাশিয়ার লুনা-২৫ যানের। কিন্তু কোনও কিছুর উপর ক্র্যাশ ল্যান্ডিং করবে না ভারতের সৌরযান। কারণ ওখানে কিছুই নেই। ‘আমরা যদি নির্দিষ্ট কক্ষপথের নির্দিষ্ট জায়গার থেকে বেশি পথ চলে যায় বা কম পথ যায়, তাহলে সমস্যা তৈরি হবে।’ (বিস্তারিত পড়ুন এখানে)

06 Jan 2024, 03:48:23 PM IST

Aditya L1 Live Updates: এল১ পয়েন্টে আরও ৪ সৌরযানকে পাবে আদিত্য এল১

আদিত্য এল১ যেখানে যাবে, সেখানে আপাতত চারটি সৌরযান আছে। তিনটি হল নাসার। সেগুলি হল – ‘উইন্ড’, ‘অ্যাডভান্সড কম্পোজিশন এক্সপ্লোরার’ এবং ‘ডিপ সায়েন্স ক্লাইমেট অবজারভেটরি’। সঙ্গে আছে ‘সোলার অ্যান্ড হেলিয়োস্ফেরিক অবজারভেটরি’। যা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির যৌথ মিশন।

06 Jan 2024, 03:41:07 PM IST

Aditya L1 Live Updates: পৃথিবী থেকে কতটা দূরে অবস্থিত এল১ পয়েন্ট?

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত হল ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট ১’ (এল১)। অর্থাৎ গত ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করার পর ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে এল১ পয়েন্টে পৌঁছাতে চলেছে আদিত্য এল১। কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা বেশি, সেটা বোঝা যায় একটি পরিসংখ্যানেই। আদিত্য এল১ যে দীর্ঘ পথ অতিক্রম করছে, তা আদতে সূর্য থেকে পৃথিবীর দূরত্বের মেরেকেটে এক শতাংশ।

06 Jan 2024, 03:32:48 PM IST

Aditya L1 Live Updates: কেন এল১ পয়েন্টে যাচ্ছে ভারতের সৌরযান আদিত্য এল১?

চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার এবং রোভার যেমন চাঁদের মাটিতে অবতরণ করেছিল, সেটা আদিত্য এল১ সৌরযানের ক্ষেত্রে সম্ভব নয়। কারণ সূর্যকে ছোঁয়া যাবে না। সেজন্য সূর্যের ‘পাড়া’ হিসেবে ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট ১’ (এল১)-এ যাচ্ছে ভারতের সৌরযান। কোনওরকম বাধা ছাড়াই সেখান থেকে সূর্যের উপর নজর রাখতে পারবে আদিত্য এল১।

06 Jan 2024, 03:28:27 PM IST

Aditya L1 Live Updates: ১২৭ দিনের মাথায় ‘ডেস্টিনেশনে’ পৌঁছাচ্ছে আদিত্য এল১

গত বছরের ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে রওনা দেয় আদিত্য এল১। অবশেষে ১২৭ দিনের মাথায় নিজের ‘ডেস্টিনেশনে’ পৌঁছাতে চলেছে ভারতের সৌরযান। ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট ১’ (এল১) লাগোয়া একটি ‘হ্যালো’ কক্ষপথে প্রবেশ করবে। সেখান থেকেই বিভিন্ন গবেষণা চালাবে।

06 Jan 2024, 03:28:28 PM IST

Aditya L1 Live Updates: একটু পরেই সূর্যের ‘পাড়া’-য় ঢুকছে ভারত! ইতিহাসের মুখে আদিত্য এল১

চূড়ান্ত ধাপ – আর সেই ধাপ পেরোলেই সূর্যের ‘পাড়া’ তথা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট ১’ (এল১) লাগোয়া একটি ‘হ্যালো’ কক্ষপথে প্রবেশ করে যাবে ভারতের সৌরযান আদিত্য এল১। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেল চারটে নাগাদ সেই ইতিহাস তৈরি করতে চলেছে ভারতের মহাকাশ সংস্থা ইসরো। তবে চন্দ্রযান-৩ মিশনের মতো ‘দমবন্ধ করা’ ১৭ মিনিট কাটাতে হবে না, আদিত্য এল১ সৌরযানের শেষ ধাপ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।

(Feed Source: hindustantimes.com)