মাত্র চার ম্যাচ খেলেই ফের চোট, অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

মাত্র চার ম্যাচ খেলেই ফের চোট, অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

দেখতে দেখতে শেষ হয়ে গেল ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট। ৮ দিনের এই সফর চোখের নিমেষে শেষ হয়ে গেল সকল দেশের অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য। তবে এই খুশির মুহূর্তেও হাসি ম্লান হল বহু টেনিসপ্রেমীর। ঠিক কি কারনে? ফের চোটের কবলে পড়লেন জনপ্রিয় টেনিস তারকা রাফায়েল নাদাল। নিজের এক্স হ্যান্ডেল থেকে এই চোটের কথা ঘোষণা করলেন তিনি এবং জানালেন যে এই ব্যাপারে তিনি দেশে পৌঁছে চিকিৎসক দেখাবেন এবং প্রয়োজনে অস্ত্রোপ্রচার করাতে হলেও করবেন। পাশাপাশি, স্প্যানিশ তারকা আরও জানালেন যে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না।

তিনি লেখেন, ‘আজ আমি আমার সকল ভক্তদের জানাতে চাই যে ব্রিসবেনে আমার শেষ ম্যাচ চলাকালীন আমার মাসেলে সমস্যা হয়েছিল, যেটা আমাকে মানসিকভাবে অনেক চাপে ফেলেছিল এবং আমি অত্যন্ত চিন্তিত ছিলাম সেই বিষয়ে। মেলবোর্নে পৌঁছতে আমি সুযোগ পেয়েছিলাম এমআরআই করানোর এবং আমি জানতে পারি আমার মাসেলে মাইক্রো টিয়ার রয়েছে। তবে আমি ভাগ্যবান যে এই ব্যাথা আর সেই জায়গায় নেই যেখানে আমি আগে চোট পেয়েছিলাম।’

এছাড়া তিনি আরও জানান যে এই চোটের জন্য এই মুহূর্তে তিনি কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। স্প্যানিশ তারকার বক্তব্য, ‘এই মুহূর্তে যে সমস্যায় আমি পড়েছি তাতে আমি নিশ্চিত যে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন সহ বেশ কিছু টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করতে পারব না। তবে দেশে ফিরে আমি দ্রুতই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করব এই বিষয়ে এবং যদি প্রয়োজন পড়ে আমি অস্ত্রোপচারও করাবো। সঙ্গে কিছুদিন বিশ্রামও করব।’

উল্লেখ্য, এবারের ব্রিসবেন আন্তর্জাতিক পা ফেলেছে ১৩ তম মরসুমে। প্রথম ম্যাচটি খেলা হয়েছিল ৩১ ডিসেম্বর ২০২৩ এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলা হয়েছে আজ, অর্থাৎ ৭ জানুয়ারি। এবার স্টেডিয়াম হিসেবে বেছে নেওয়া হয়েছিল টেনিসনের কুইন্সল্যান্ড টেনিস সেন্টারকে। চারটি বিভাগেই খেলা হয়েছে এই প্রতিযোগিতা – পুরুষদের সিঙ্গেলস, পুরুষদের ডাবলস, মহিলাদের সিঙ্গেলস এবং মহিলাদের ডাবলস। খেতাব তুলেছে মোট ৬ জন টেনিস তারকা। পুরুষদের ডাবলস জিতেছেন লয়েড গ্লাসপুল ও জিন জুলিয়ান রজার জুটি এবং মহিলাদের ডাবলস খেতাব তুলেছেন লুডমিলা কিচেনক ও জেলেনা ওষ্টাপেঙ্ক জুটি। অন্যদিকে সিঙ্গেলসের ক্ষেত্রে পুরুষদের সিঙ্গেলস জেতেন গ্রেগর দিমিত্রোভ এবং মহিলাদের সিঙ্গেলস খেতাব পান এলিনা রিবাকিনা।

(Feed Source: hindustantimes.com)