গণধর্ষণে অভিযুক্ত কংগ্রেসের প্রাক্তন MLAর আপত্তিকর ভিডিয়ো ভাইরাল,সাসপেন্ড করল দল

গণধর্ষণে অভিযুক্ত কংগ্রেসের প্রাক্তন MLAর আপত্তিকর ভিডিয়ো ভাইরাল,সাসপেন্ড করল দল

রাজস্থানের বারমেঢ়ে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মেওয়ারাম জৈনকে সাসপেন্ড করল কংগ্রেস। এর আগে কংগ্রেসের ওই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণ, যৌন হেনস্থা, ব্ল্যাকমেল করার অভিযোগ ছিল। তবে সদ্য এক আপত্তিকর অবস্থায় তাঁকে এক ভিডিয়োয় দেখা গিয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) সেই ভিডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পরই কংগ্রেস তার প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করে।

শুধু যে যৌন হেনস্থা বা গণধর্ষণের অভিযোগ রয়েছে রাজস্থানের ওই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে, তা নয়। আর্থিক তছরুপেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে, সদ্য মেওয়ারামের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে বিজেপি ফের রাজস্থানে সরব হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। এছাড়াও কংগ্রেসের প্রাক্তন অশোক গেহলোট সরকারের বিরুদ্ধেও তারা সরব হয়েছে। উল্লেখ্য, এর আগে শনিবার গভীর রাতে রাজস্থানের কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসরা জানিয়েছেন, মেওয়ারাম জৈনের অবৈধ কর্মকাণ্ডের জেরে তাঁকে দলের সদস্যপদ থেকে সরানো হচ্ছে। এর আগে, মেওয়ারামের ঘনিষ্ঠ সহযোগী রামস্বরূপ আচারিয়ার বিরুদ্ধে ওঠে বড়সড় অভিযোগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, গত কয়েক বছর ধরে এক মহিলাকে তিনি লাগাতার ধর্ষণ করে যাচ্ছেন। শুধু যে রামস্বরূপ তা নয়, তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন ওই মহিলাকে ধর্ষণ করছেন। সেই তালিকায় রাজস্থান পুলিশের এক অফিসারের নামও রয়েছে। মহিলার অভিযোগ, তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয় মুখ খোলা নিয়ে। এদিকে, শুক্রবারই এক ভিডিয়োয় মেওয়ারামের এক ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে তাঁরে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এদিকে, রাজস্থানের প্রাক্তন অশোক গোহলোট সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরী। তিনি বলছেন, রাজস্থানে কংগ্রেসের সময়কালে রক্ষকই ভক্ষক ছিল। ফলে সেই সময় মহিলাদের ওপর নারকীয় অত্যাচার চলত বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, সদ্য ২০২৩ সালের শেষ লগ্নে রাজস্থানে বিধানসভা ভোটে কংগ্রেসের সরকারকে ফেলে মসনদ দখল করে নেয় বিজেপি। সেখানে ১১৫ টি আসনে দখল রাখে বিজেপি। কংগ্রেস পায় ৬৯ টি আসন।  এছাড়াও বহুজন সমাজবাদী পার্টি ২ টি আসন পায়। এই ভোটে কার্যত রাজস্থানে বিজেপি ও কংগ্রেসের শক্তিপরীক্ষার লড়াই ছিল। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে এই বিধানসভা ভোটের আগে রাজস্থানে কংগ্রেসের অন্দরে সচিন পাইলট বনাম অশোক গেহলোট সংঘাত দেখা যায়। এরপর ভোট ময়দানে কংগ্রেসকে বিপুল ভোটে মাত দিয়ে এগিয়ে যায় বিজেপি।

(Feed Source: hindustantimes.com)