হাঙর ক্ষত বিক্ষত করেছিল মুখ, দু’মাসের লড়াই শেষে অনেকটাই সুস্থ এই যুবতী

হাঙর ক্ষত বিক্ষত করেছিল মুখ, দু’মাসের লড়াই শেষে অনেকটাই সুস্থ এই যুবতী

হাঙরের আক্রমণে মাস দুয়েক আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মুখ। এবার সোশ্যাল মিডিয়ায় তার সেরে ওঠার খবরই শেয়ার করলেন ব্রিজেট। ৩২ বছর বয়সী ওই মহিলা দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ফ্রি-ডাইভিং শেখার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হন। হাঙরের আক্রমণের শিকার হয়ে ওই মহিলার মুখ এবং দাঁতের ভয়ানক ক্ষতি হয়। পৃথিবী বিখ্যাত বৃহৎ আকৃতির সাদা হাঙরের আক্রমণে গুরুতর জখম ব্রিজেট বর্তমানে বেশ খানিকটা সেরে উঠলেও গত দু’মাস এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। হাঙরটি আক্রমণ করলে তার স্বামী সেটিকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও ততক্ষণে ঘটে গিয়েছে ভয়ানক দুর্ঘটনা।

সম্প্রতি ব্রিজেট অনলাইন মাধ্যমে প্রকাশ করেছে তার সাম্প্রতিক ছবি। তবে দাঁত এবং মুখের এই ভয়ানক ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে এখনও সারেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ব্রিজেটের এবং ব্রায়ানের এই লড়াইয়ের গল্প। ২০২৩ এর শেষ লগ্নে ব্রিজেটের স্বামী ব্রায়ান ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে একটি পারিবারিক ফোটোগ্রাফ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যুগল এবং তাদের দুটি পোশাক কুকুরকে। সুখী পরিবারের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

সেই সময় ব্রিজেটের মুখ, দাঁত ছাড়াও মাথাতেও বড়সড় আঘাত লাগে। ডাক্তাররা অস্ত্রোপচার করার সময়ে তার মাথার খুলি থেকে হাঙরের একটি দাঁতও বের করেন। যাই হোক এই ঘটনায় প্রাণহানিও ঘটতে পারত এই ভদ্রমহিলার। তার বদলে এখন সেরে ব্রিজেট অনেকটাই সেরে ওঠায় ব্রিজেট, ব্রায়ান যেমন খুশি, তেমনই আনন্দিত একাংশ নেটিজেনরা।

(Feed Source: hindustantimes.com)