![৫৬ বলে শতরান হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন রিয়ান পরাগ, তাও ১০ উইকেটে হারল অসম ৫৬ বলে শতরান হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন রিয়ান পরাগ, তাও ১০ উইকেটে হারল অসম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/76da3d10d5cd475c1db0e750a99057011704718034621507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&imheight=628)
ছত্তীসগঢ়ের ৩২৭ রানের জবাবে প্রথম ইনিংসে ১৫৯ রানেই অল আউট হয়ে যাওয়ার পর অসমকে ফলো অন করতে আমন্ত্রণ জানায় ছত্তীশগড়। দ্বিতীয় ইনিংসে, ম্যাচের চতুর্থ দিন ব্যাট নেমেই জ্বলে উঠেন রিয়ান পরাগ। ৭৮ রানে অসম দ্বিতীয় উইকেট হারানোর পর অধিনায়ক পরাগ ব্যাট করতে নামেন। তারপরেই শুরু হয় তাঁর স্মরণীয় এক ইনিংস। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন রিয়ান পরাগ। রঞ্জির ইতিহাসে ২০১৬ মরশুমে ঋষভ পন্থ এই ছত্তীসগঢ়ের বিরুদ্ধেই মাত্র ৪৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তারপর এটাই ভারতের ঘরোয়া লাল বলের টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম শতরান।
৮৭ বলে ১৫৫ রানের ইনিংস খেলে আউট হন পরাগ। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ১২টি ছক্কায়। তবে অপরপ্রান্ত থেকে কোনওরকম কোনও মদতই পাননি রিয়ান পরাগ। তিনি যখন ব্যাট করতে নামেন তখন অসম ভাল জায়গায় থাকলেও, তারপর নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে অসম। দলের পাঁচ থেকে ১১ নম্বরে ব্যাটে আসা কোনও ক্রিকেটারই দুই অঙ্কের রান অবধি করতে পারেননি। মাত্র ২৫৪ রানে শেষ হয়ে যায় অসমের দ্বিতীয় ইনিংস।
11 fours, 12 sixes – They call him Assam’s wonderboy for a reason.
pic.twitter.com/2pUFmMnl0A
— Rajasthan Royals (@rajasthanroyals) January 8, 2024
ছত্তীশগঢ়কে ম্যাচ জিততে ২০ ওভারে ৮৭ রানের প্রয়োজন ছিল। দিনের শেষে কোনও উইকেট না হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ছত্তীশগঢ়। সম্পূর্ণ জলে যায় পরাগের দুরন্ত শতরান। অসম এবং রিয়ান পরাগকে হতাশ হয়েই রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়াম ছাড়তে হয়।
(Feed Source: abplive.com)