HS New Syllabus: একাদশ-দ্বাদশে এবার থেকে সেমেস্টার ভিত্তিক পাঠক্রম?

HS New Syllabus: একাদশ-দ্বাদশে এবার থেকে সেমেস্টার ভিত্তিক পাঠক্রম?

কেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষানীতির অনুকরণেই কিছু কাটছাঁট করে তৈরি হয়েছে রাজ্যের শিক্ষানীতি। এর নয়া নীতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরন এবং একাদশ দ্বাদশ শ্রেণির পাঠক্রমে বদল ঘটেছে অনেকটাই। একদিকে নতুন ভাবে একাদশ-দ্বাদশ শ্রেণিতে আসতে চলেছে সেমেস্টার সিস্টেম এবং সেমেস্টারের সঙ্গে সঙ্গে বদল আসছে বিষয় নির্বাচন এবং পাঠ্যসূচিতেও। চলতি মাসের মধ্যেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা দফতর, খবর বিশেষ সূত্রে। এরপরে সরকারি ছাড়পত্র মিললেই এই সিলেবাস অনুযায়ী নতুন করে শুরু হবে একাদশ দ্বাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের লেখাপড়া। উচ্চমাধ্যমিক সিলেবাস রিভিউ কমিটির সঙ্গে দ্বিতীয় বৈঠকের পরে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য, ‘সব বিষয়েই সিলেবাস পূনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক। সরকারের অনুমতি পেলেই তা চালু করা হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে।’

সিলেবাস এবং পাঠক্রমের আমূল পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। প্রতিটি বিষয় শেখবার জন্য অন্তত ২০০ ঘন্টা সময় বরাদ্দের প্রস্তাব আনার হচ্ছে। এর ভিত্তিতেই এক একটি অধ্যায়ের ক্ষেত্রে সময় বিভাজন করা হবে। এই বছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে উঠলেই ২০২৪ সাল থেকে শুরু হতে চলেছে রাজ্যের এই নতুন পাঠক্রম। সেমেস্টার সিস্টেমের ক্ষেত্রেও রয়েছে বড়সড় চমক। নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া প্রথম সেমেস্টার পরীক্ষায় থাকবে কেবলমাত্র এমসিকিউ। ওএমআর শিটে উত্তর দিতে হবে ছাত্রছাত্রীদের। অন্যদিকে মার্চ মাসে দ্বিতীয় সেমেস্টারের ক্ষেত্রে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং বড় ধরনের প্রশ্ন থাকবে। এরপর নভেম্বর এবং মার্চের দুটি সেমেস্টারের ফলাফল সামগ্রিক ভাবে বিচার করে একাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে একজন শিক্ষার্থীর।

তবে এই নয়া নিয়মে কতদিনে অভ্যস্ত হবেন শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষার্থীরা, তার উত্তর দেবে সময়। বাংলায় মাধ্যমিক পরবর্তীতে একাদশ শ্রেণির লেখাপড়ার এতদিনের ঘরানা, সিলেবাসের আমূল পরিবর্তন এবারই প্রথম। নয়া জাতীয় শিক্ষানীতির ছাপ বাংলার বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাতেও এসে পড়ল।

(Feed Source: hindustantimes.com)