সেকেলিস থেকে সুইজারল্যান্ড যাচ্ছিল বিমানটি। ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন মা আর মেয়ে। কিন্তু তাদের জন্য যে এমন অবাক করা কাণ্ড অপেক্ষা করেছিল তা জানতেন না তাঁরা। ইন্ডিপেন্ডেডেন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বিমানে উঠে মা ও মেয়ে দেখেন আর কেউ ওই বিমানে নেই। কেবলমাত্র তাঁরা দুজনেই ওই বিমানেরওই ক্লাসের যাত্রী হিসাবে রয়েছেন।
ওই সংবাদ মাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, জো ডোইলি নামে ২৫ বছর বয়সি ওই যাত্রী তার মার সঙ্গে বিমানে উঠেছিলেন। তার মার বয়স ৫৯বছর। তারা পরিবারের সঙ্গে খ্রীষ্টমাস পালনের জন্য় যাচ্ছিলেন। আর সেই বিমানে উঠে একটি টিকটক ভিডিয়ো করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, ওই বিমানে আর কেউ নেই। একেবারে খাঁ খাঁ করছে। আর বিমানের ক্যাপটেন জানিয়েছেন, বিমানে মাত্র দুজন যাত্রী। মেরি খ্রীষ্টমাস।
এদিকে ফাঁকা বিমানে রীতিমতো নাচ শুরু করে দেন ওই মেয়ে। সেই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে।
এদিকে মা ও মেয়ে জানিয়েছেন, তারা যে একমাত্র যাত্রী এটা তারা আদৌ বুঝতে পারেননি। প্রথমদিকে একেবারে অবাক হয়ে যান তারা। তাঁরা বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম চারজন হয়তো আছেন। কিন্তু পরে বুঝতে পারি আর কেউ নেই।
তাঁর ধারনা খ্রীষ্টমাসের কারণেই হয়তো কেউ বিমানে ওঠেননি। সেকারণে গোটা বিমান ফাঁকা ছিল। মেয়ে জানিয়েছে, গোটা বিমানে আমরা খুব আনন্দ করি। আমার মাকে কেবিন ক্রুর পোশাক পরানো হয়েছিল। সেটা পরে মা খুব আনন্দ করে। ওরা ক্য়ামেরাও বের করে ফেলেছিল। খবর এনডিটিভি সূত্রে।
তবে এবারই প্রথমবার নয়, এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের এক বাসিন্দা নর্দার্ন আয়ারল্যান্ড থেকে পর্তুগালের দিকে যাচ্ছিলেন এক বিমান যাত্রী।আর বিমানে উঠে দেখেন তিনিই একমাত্র যাত্রী। আর কেউ নেই সেই বিমানে। আর সেদিন তাকে একেবারে ভিআইপি অতিথি হিসাবে দেখা হয়। গেটে তাকে বলা হয়, আজ তো আপনারই দিন। আপনি তো আজ ভিআইপি।
ওই ব্যক্তি পরে জানিয়েছিলেন, প্রাইভেট প্লেনের ব্যাপারে শুনেছিলাম। তার ভাড়া নাকি ২৮,০০০ ইউরো। কিন্তু এদিন প্রাইভেট প্লেনে চাপার অভিজ্ঞতা হল।
(Feed Source: hindustantimes.com)