Suchana Seth: 'ছেলেকে খুন করিনি', পুলিসি জেরার মুখে ভেঙে পড়লেন সূচনা!

Suchana Seth: 'ছেলেকে খুন করিনি', পুলিসি জেরার মুখে ভেঙে পড়লেন সূচনা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্তানহন্তা সূচনার শিকড় কলকাতাতেই। কলকাতার মেয়ে সূচনা শেঠ। আড়িয়াদহে বাড়ি।বাবা, মায়ের একমাত্র সন্তান সূচনা। কলকাতাতেই জন্ম। কর্মজীবনেও কৃতিত্বের ছাপ রাখেন মেধাবী সূচনা। সেই সূচনা নিজের ৪ বছরের ছেলেকে নৃশংসভাবে খুন করেছেন! একথা মানা তো দূরের কথা, বিশ্বাস-ই করতে পারছেন না সূচনার আত্মীয়স্বজনদের কেউ। এদিকে পুলিসি জেরায় সূচনাও দাবি করেছেন, তিনি তার চার বছরের সন্তানকে খুন করেননি।

যখন বেঙ্গালুরুতে চার বছরের ছেলের শেষকৃত্য চলছে বুধবার, মাইন্ডফুল এআই ল্যাব স্টার্ট-আপ সংস্থার সিইও, সূচনা শেঠ শিশুটিকে হত্যার অভিযোগে গোয়ায় পুলিস হেফাজতে রয়েছেন, তাঁর দাবি, তিনি খুন করেননি। সোমবার রাতে উত্তর গোয়া থেকে ছেলের দেহ ব্যাগে ভরে নিয়ে যাওয়ার সময় সূচনাকে গ্রেফতার করে চিত্রদুর্গ থানার পুলিস। বুধবার পুলিস সূত্রের খবর, ৩৯ বছরের সূচনা মহিলা তদন্তে সহযোগিতা করছেন না। গোয়া পুলিস জানিয়েছে, তিনি জানিয়েছেন সন্তানকে খুন করেননি।

গোয়ার হোটেলের রুমে ৪ বছরের ছেলেকে খুন করেন সূচনা। খুনের পর দেহ ব্যাগে ভরে বেঙ্গালুরুতে পালাচ্ছিলেন সূচনা শেঠ। সেইসময় চিত্রদুর্গা থেকে তাঁকে গ্রেফতার করে কর্ণাটক পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিস মনে করছে, ৩৬ ঘণ্টা আগেই ৪ বছরের একরত্তি ছেলেকে খুন করেন সূচনা শেঠ। বালিশ বা তারজাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে ছেলেকে খুন করেন তিনি। এমনকি তারপর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন সূচনা। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা-ই এই নৃশংস হত্য়াকাণ্ডের নেপথ্য কারণ বলেও মনে করছে পুলিস।

সূত্রের খবর, বাঁ হাতের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, একটি এআই ফার্মের সিইও তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করে একটি টুরিস্ট ক্যাবে তাঁর ছেলের দেহ ব্যাগে ভরে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন। যার ভাড়া প্রায় তিরিশ হাজার টাকা। সূচনা শেঠের স্বামী ভেঙ্কট রামনও পেশায় একজন এআই ডেভেলপার। ২০১০ সালে ভেঙ্কট রামনের সঙ্গে বিয়ে হয় সূচনা শেঠের। কিন্তু ১০ বছরেই দাম্পত্যে ফাটল ধরে।

২০২০ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা হয়। ছেলের ‘কাস্টডি’ প্রসঙ্গে মামলার রায়ে আদালত জানিয়েছিল, শিশসন্তান মায়ের কাছে থাকলেও, রবিবারগুলোতে বাবার সঙ্গে দেখা করতে দিতে হবে ছেলেকে। সেটাই আপত্তি ছিল সূচনার। রবিবার বাবার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল ছেলের। সেটা চাননি সূচনা।

(Feed Source: zeenews.com)