বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বই মেট্রোয় অক্ষয় কুমার, চিনতেই পারল না কেউ!

বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বই মেট্রোয় অক্ষয় কুমার, চিনতেই পারল না কেউ!

তারকারা সবসময়ই বিলাসবহুল জীবনে অভ্যস্ত। সাধারণের ধারণা আম জনতার থেকে যোজনখানেক বি-টাউন সেলেবরা। তবে সেই চল ভেঙে দিলেন খিলাড়ি কুমার। ছক ভাঙতে বরাবরই ভালোবাসেন তিনি। নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো চেপে ঘুরলেন মুম্বইয়ে। আশ্চর্যের ব্যাপার হল তাঁকে চিনতেই পারল না কেউ!

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো, সেখানেই অক্ষয়কে দেখা গেল মুম্বইয় মেট্রোয় যাত্রা করতে। অল ব্ল্যাক লুকে ধরা দিলেন অভিনেতা। মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন নায়ক, মাথায় ছিল টুপি। পাশে দাঁড়ানো যুবকরাও ঘুণাক্ষরে টের পায়নি, সামনে বসা ব্যক্তি আদপে বলিউড সুপারস্টার। তাঁর পাশেই বসেছিলেন প্রযোজক-পরিচালক দীনেশ বিজয়ন।

অক্ষয় এই প্রথম মেট্রোয় উঠলেন এমনটা নয়। এর আগে ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’ ছবির প্রচারে মেট্রো রাইড নিয়েছিলেন অক্ষয়। ভোর ভোর ডিএন নগর স্টেশন থেকে মেট্রো চেপেছিলেন তাঁরা। এদিন অক্ষয়কে চিনে উঠতে বেশ বেগ পেতে হয় অনুরাগীদের। তবে সময় লাগলেও অক্ষয়ের ভিডিয়ো ক্যামেরা বন্দি করতে ভোলেননি অতি উৎসাহী জনগন।

দূর থেকেই কয়েক সেকেন্ডের জন্য অক্ষয়কে ফ্রেমবন্দি করেন এক জনৈক। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিয়ো ভাইরাল। মুম্বইয়ের রাস্তায় অসম্ভব যানজট। তাই ট্র্যাফিক এড়াতেই মেট্রো বা অটোর সহায় অনেক অনেক তারকা। অক্ষয় অবশ্য নিজের মুখে জানাননি তাঁর মেট্রো সফরের কারণ। কিন্তু তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। একজন লেখেন, ‘অক্ষয়ের মতো মাটির মানুষ হয় না, দুর্দান্ত উদ্যোগ’।  অনেকেই কোটি কোটি টাকার মালিক অক্ষয়ের এহেন সাধারণ জীবনযাপনে আগ্রহী হওয়ায় প্রশংসা করেন।

অক্ষয়ের আগামী ছবি ‘স্কাইফোর্স’-এর প্রযোজক দীনেশ বিজয়ন। অনেক নেটিজেনই দৃষ্টি আকর্ষণ করে লেখেন, এখন থেকেই ছবির প্রচার শুরু করে দিলেন অক্ষয়।

বক্স অফিসে অক্ষয়ের শেষ রিলিজ ছিল মিশন রানিগঞ্জ। খুব বেশি সাড়া ফেলেনি এই ছবি। তবে নতুন বছরে অক্ষয়ের হাতে রয়েছে একগুচ্ছ বিগ বাজেট প্রোজেক্ট। ‘স্কাইফোর্স’-এর পাশাপাশি ‘বড়ে মিয়াঁ, ছোটে মিঁয়া’তে দেখা যাবে তাঁকে। এই ছবিতে টাইগার স্রফ থাকবেন। ২০২৪ সালের ইদে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।

অক্ষয়-টাইগার ছাড়াও দক্ষিণী অভিনেতা পর পৃথ্বীরাজ সুকুমারণকেও দেখা যাবে। থাকছেন জাহ্নবী কাপুরও। ছবির চিত্রনাট্য লিখছেন ও পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। প্রযোজকের ভূমিকায় রয়েছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

(Feed Source: hindustantimes.com)