৭ মাস ধরে তৈরি, পিওর সিল্কের লাল লেহেঙ্গায় রিসেপশনের সাজে বিশেষ চমক ইরার

৭ মাস ধরে তৈরি, পিওর সিল্কের লাল লেহেঙ্গায় রিসেপশনের সাজে বিশেষ চমক ইরার

নতুন বছর পড়তে না পড়তেই বিয়ের হুজুগ বলিউডে। এতদিন পর বলিউড সবথেকে দীর্ঘ ওয়েডিং দেখেছে। আমির খান কন্যা ইরা খানের বিয়ে। ৩ জানুয়ারি রেজিস্ট্রি বিয়ে৷ তারপরে গত ১০ জানুয়ারি উদয়পুরে সামাজিক নিয়ম-নীতি মেনে বিয়ে। অবশেষে ১৩ জানুয়ারি মুম্বইয়ের জিও সেন্টারে মেয়ে ইরার বিয়ে উপলক্ষে গ্র্যান্ড রিসেপশন পার্টি রেখেছিলেন আমির খান।

মুম্বইয়ে রিসেপশন পার্টিতে লাল রঙের লেহেঙ্গা পরেছিলেন ইরা খান। পিওর সিল্কে তৈরি ট্র্যাডিশনাল লাল লেহেঙ্গা জুড়ে ছিল সোনালি জরির সূক্ষ্ম জারদৌসি কাজ। ডিজাইনার মোনালি রায়ের লেহেঙ্গায় এ দিন ঝলমল করছিলেন নববধূ। প্রায় ৭ মাস ধরে এই লেহেঙ্গা তৈরি হয়েছে জানিয়েছেন ডিজাইনার। ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে লেহেঙ্গার সূক্ষ্ম কাজ করতে কারিগরদের। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালি রায় জানিয়েছেন, ইরার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তাঁর খুব ভালো লেগেছে৷ ইরা খুবই ধৈর্যশীল। রিসেপশনের জন্য একেবারে ট্র্যাডিশনাল লেহেঙ্গা চেয়েছিলেন ইরা। এমনকি তাতে খানিক পরিবর্তন আনতে মোনালি না করেননি ইরা। একই সঙ্গে ডিজাইনার জানিয়েছেন, ‘ইরা মর্ডান ব্লাউজ কাটিংয়ের সঙ্গে একটা ট্র্যাডিশনাল লেহেঙ্গা চেয়েছিল। আমরা প্রায় ৭ মাস ধরে এই লেহেঙ্গা তৈরি করেছি। প্রায় ৩০০ ঘণ্টা কাজ করে শিল্পীরা এই লেহেঙ্গার উপরে সূক্ষ্ম জারদৌসি কাজ ফুটিয়ে তুলেছেন৷’

আমির কন্যার গ্র্যান্ড রিসেপশনে আমন্ত্রিত ছিল গোটা বলিউড। হাজির হয়েছেন সলমন খান, শাহরুখ খান, জয়া বচ্চন, রেখা, ধর্মেন্দ্র, অনিল কাপুর, পরিচালক আশুতোষ গোয়ারিকার, অভিনেতা নাগা চৈতন্য, পরিচালক ফারহান আখতার, শিবানী দান্ডেকর, জোয়া আখতার, জুহি চাওলা, দর্শিল সাফারি, হেমা মালিনী, এশা দেওল, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, দিলীপ জোশি, মিথিলা পালকর, গজরাজ রাও, বিপিন শর্মা, গওহর খান, জাভেদ জাফরি, কিকু শারদা, মনোজ জোশি, সুনিধি চৌহান, এআর রহমান, রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও জাহির খানরা।

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমিরের মেয়ে বিয়েতে হাজির হয়েছিলেন মুকেশ এবং নীতা আম্বানিও। আমিরের পারফেক্ট ফ্যামিলি পিকচারে কিরণ রাও গরহাজির থাকলেও দেখা মিলল ইরার সৎ ভাই, কিরণ পুত্র আজাদ খানের। এছাড়াও ছিলেন রিনা দত্ত, আমিরের বোনপো ইমরান খান, বোন নিখাত খান-সহ জামাই নুপূরের গোটা পরিবার।

(Feed Source: hindustantimes.com)