এই পথ যদি না শেষ হয়…হেলমেট না পরা উত্তম-সুচিত্রার ভিডিয়ো দেখাল রাজ্য় পুলিশ

এই পথ যদি না শেষ হয়…হেলমেট না পরা উত্তম-সুচিত্রার ভিডিয়ো দেখাল রাজ্য় পুলিশ

এই পথ যদি না শেষ হয়…উত্তম-সুচিত্রার এই ছবির গান যেন বঙ্গজীবনের অঙ্গ। সেই কবেকার গান। প্রায় ৬০ বছর পেরিয়ে যাওয়ার পরেও এই গান যেন আজও নতুন। কম বয়সি ছেলে মেয়েরা আজও বাইকে চাপলে গুনগুনিয়ে গেয়ে ওঠেন এই গান। সপ্তপদীর এই গান শুনলে আজও ভালোবাসার মানুষকে নিয়ে বাইকে চাপিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করে অনেকের। ১৯৬১ সালে এই সিনেমা রিলিজ হয়েছিল। তারপর থেকে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও যেন প্রেমের দুনিয়ায় এই গান আজও অমলিন। কিন্তু ওই গানে উত্তম-সুচিত্রা তো বাইকে চেপে যাচ্ছিলেন। তাঁদের মাথায় কি হেলমেট ছিল?

আর সেফ ড্রাইভ-সেভ লাইফের সচেতনতার পাঠে সেই সিনেমার গানকেই ব্যবহার করল রাজ্য পুলিশ। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেই গানের অংশ। ওপরে ক্যাপশান লেখা হয়েছে, এই পথ যদি না শেষ হয়, হেলমেট না পরলে কেস হয়। আর নীচে উত্তম-সুচিত্রার সেই কালজয়ী ছবির গান। বাইক চালাচ্ছেন উত্তম কুমার। পেছনে বসে রয়েছেন সুচিত্রা। বাঙালির হৃদয়ে আজও আন্দোলিত হয় গানের এই অংশটুকু শুনলেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বলো তো। তারপরেই ভিডিয়োতে টুইস্ট। পরের অংশেই দেখা যাচ্ছে, এক যুবক বাইক নিয়ে যাচ্ছেন। আর পেছনে বসে রয়েছেন এক তরুণী। মাথায় হেলমেট নেই। তাঁদের থামতে বলছেন কলকাতা পুলিশ। আর এরপরই লেখা ভেসে ওঠে, হেলমেট না পরলে কেস হয়…

কার্যত হেলমেট পরা নিয়ে বাসিন্দাদের সচেতন করতেই এই উদ্যোগ। সকলেই যাতে হেলমেট পরেন সেব্যাপারে বার বারই সতর্ক করা হয় বাসিন্দাদের। তারপরেও অনেকেই সচেতন নন। কিন্তু হেলমেট না পরে বাইক চালালে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেকারণেই বার বার এনিয়ে বাসিন্দাদের সচেতন করা হয়। এমনকী হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানাও করা হয়।

তবে রাজ্য পুলিশের এই ভিডিয়ো দেখে উচ্ছসিত নেটপাড়া। রাজ্য পুলিশের এই ভিডিয়ো দেখে একাধিক নেট নাগরিক লিখেছেন দারুন।

(Feed Source: hindustantimes.com)