টাটা টেকনোলজিস শেষ নয়! বাজারে আরও ৪ আইপিও আসবে টাটার

টাটা টেকনোলজিস শেষ নয়! বাজারে আরও ৪ আইপিও আসবে টাটার
Tata Group: ২০ বছর পর ২০২৩-এর নভেম্বর মাসে বাজারে এসেছিল টাটা গ্রুপের নতুন আইপিও টাটা টেকনোলজিস (Tata Technologies)। ২২ নভেম্বর থেকে খুলেছিল এই আইপিওর বিডিং। তারপর ফের টাটার আইপিও নিয়ে চর্চা শুরু। নতুন বছরে কি আর আইপিও আসতে চলেছে ? শোনা যাচ্ছে, টাটা অটোকম্প সিস্টেমস-এর আইপিও (Tata IPO) আসবে বাজারে। শুধু তাই নয় এই তালিকায় রয়েছে আরও ৪টি আইপিও।

সূত্রের খবর, টাটা গ্রুপ তার অটোকম্পোনেট ম্যানুফ্যাকচারিং ব্যবসা Tata Autocomp Systems-এর আইপিও খুব শীঘ্রই লিস্টিং করতে চলেছে বাজারে। তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তবে জানা যাচ্ছে ২০২৪ সালের শেষ দিকে এই আইপিও বাজারে আসতে পারে। টাটা গ্রুপের মধ্যে এ নিয়ে প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। অংশীদারিত্ব কতটা থাকবে, আইপিওতে কতটা বিনিয়োগ চাইছে টাটা গ্রুপ তা নিয়ে এখনও স্থির সিদ্ধান্ত জানা যায়নি।

টাটা অটোকম্প (Tata Autocomp Systems IPO) টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং মাদার কোম্পানি টাটা সন্সের অধীনেই পরিচালিত হয়। এই সংস্থার ২১ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্সের কাছে আর বাকি অংশ রয়েছে টাটা ইন্ডাস্ট্রিজের কাছে। ১৯৯৫ সালে তৈরি হওয়া এই সংস্থা মূলত টাটা গ্রুপের অটো কম্পোনেন্ট ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

আরও কী কী আইপিও ?

টাটা অটোকম্প ছাড়াও জানা গিয়েছে টাটা গ্রুপ আরও ৩টি আইপিও আনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে – টাটা প্লে (Tata Play), টাটা সন্স (Tata Sons) এবং টাটা বিগ বাস্কেট (Big Basket)। টাটা প্লে আগে টাটা স্কাই নামেই পরিচিত ছিল। অন্যদিকে টাটা সন্সকে বলা যায় মাদার কোম্পানি আর বিগ বাস্কেট তো অনলাইন ফুড ডেলিভারির জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২০২৫ সালের মধ্যেই টাটা গ্রুপের এই আইপিওগুলি বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে।

অন্যান্য আইপিও

১৫ জানুয়ারি সোমবার থেকে বেশ কিছু নতুন আইপিও বাজারে আসবে। তার মধ্যে ম্যাক্সপোজার আইপিও, মেডি অ্যাসিস্ট হেলথকেয়ার, কনস্টেলেক ইঞ্জিনিয়ারিং (Constelac Engineering) ইত্যাদি। এছাড়াও অ্যাডিক্টিভ লার্নিং টেকনোলজি (Addictive Learning Technologies) নামেও একটি সংস্থার আইপিও আসবে বাজারে। ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে ম্যাক্সপোজার (Maxposer) আইপিও লিস্টিং। ঐ সময়েই খোলা থাকবে মেডি অ্যাসিস্ট (Medi Assist Healthcare) আইপিও।

(Feed Source: abplive.com)