অনুরাগের মুখে অ্যানিম্যাল পরিচালকের স্তুতি শুনে ক্ষুব্ধ তাঁরই ঘনিষ্ঠরা!

অনুরাগের মুখে অ্যানিম্যাল পরিচালকের স্তুতি শুনে ক্ষুব্ধ তাঁরই ঘনিষ্ঠরা!

অ্যানিম্যাল নিয়ে বিতর্ক যেন শেষ হওয়ার নামগন্ধ নিচ্ছে না। সদ্যই এই ছবির পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। তাঁর জন্য বেশ একটি লম্বা পোস্টও লিখেছিলেন তিনি। এবার সেটার কারণে নতুন করে বিতর্ক উসকে গেল। অনেকেই অনুরাগের এই কাণ্ডের জন্য তাঁকে একহাত নিয়েছেন। বাদ যাননি চিত্র নির্মাতা নীরজ ঘেওয়ান এবং গীতিকার বরুণ গ্রোভার। তাঁরা সমালোচকদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেছেন সন্দীপ রেড্ডি ভাঙার সঙ্গে বসে তাঁদের ছবিটি নিয়ে যা যা ভুল বোঝা আছে সেটা যেন মিটিয়ে নেন।

এদিন অনুরাগ কাশ্যপ অ্যানিম্যাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার উদ্দেশ্যে লেখেন, ‘বর্তমানে সব থেকে বেশি ভুল বোঝা হয়, জাজ করা হয় যে পরিচালককে আমার কাছে সেই সব থেকে বেশি সৎ, ভালোবাসার মতো একজন মানুষ।’ একই সঙ্গে জানান তিনি নাকি ইতিমধ্যেই এই বিতর্কিত ছবিটি দুই বার দেখে ফেলেছেন। এ হেন পোস্টের সঙ্গে এদিন অনুরাগ তাঁর এবং সন্দীপ রেড্ডি ভাঙার দুটি ছবিও পোস্ট করেন।

মাসান ছবির পরিচালক নীরজ ঘেওয়ান অনুরাগের এই পোস্টে ‘ক্রিঞ্জ’ মন্তব্য করেন। বাদ যাননি অনুরাগ কাশ্যপের আরেক ঘনিষ্ঠ ব্যক্তি বরুণ গ্রোভার। তিনিও এখানে অসন্তোষ প্রকাশ করে লেখেন, ‘না।’

প্রসঙ্গত নীরজ ঘেওয়ান এবং বরুণ গ্রোভার দুজনেই এর আগে অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করেছেন। স্যাক্রেড গেমসের দ্বিতীয় সিজন অনুরাগের সঙ্গে নীরজ লিখেছেন, নীরজের মাসান ছবির সহ প্রযোজনা অনুরাগ করেছিলেন। এছাড়াও তাঁরা একসঙ্গে গ্যাংস অব ওয়াসিপুর ছবিতে কাজ করেছেন। অন্যদিকে বরুণ গ্রোভারও গ্যাংস অব ওয়াসিপুর, বম্বে ভেলভেট, ইত্যাদি ছবিতে অনুরাগের সঙ্গে কাজ করেছেন।

আরও অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘দুজন সমস্ত সুবিধা পাওয়া পুরুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষতান্ত্রিক মন্তব্য করছেন।’ কেউ অনুরাগের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে আবার লেখেন, ‘এরপরের পোস্ট কি বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে হবে?’

অ্যানিম্যাল প্রসঙ্গে

প্রসঙ্গত অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বড় পর্দায়। তারপর এই ছবিটি একাধিক বিতর্ক উসকে দিয়েছে। তবুও সেসব কিছুকেই ছাপিয়ে গিয়েছে ছবিটির ব্যবসা। এখানে রণবীর কাপুর ছাড়াও আছেন ববি দেওল, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, প্রমুখ।

(Feed Source: hindustantimes.com)