Iranian Missile strikes Pakistan: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, উড়ল ২ জঙ্গি ঘাঁটি

Iranian Missile strikes Pakistan: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, উড়ল ২ জঙ্গি ঘাঁটি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের মতো চুপ করে থাকল না ইরান। বালোচিস্তানে পাক জঙ্গি গোষ্ঠীকে শায়েস্তা করতে সেখানকার দুটি জঙ্গি ডেরায় মিসাইল দেগে দিল ইরান। এমনটা দাবি করা হয়েছে ইরানের সরকারি সংবাদমাধ্যমে। পাকিস্তানেও বলেছে, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরান। ইরানের দাবি বালোচিস্তানে পাক জঙ্গি গোষ্ঠী জইশ আল আদিলের দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।

ভারত পাক সীমান্তে যেমন ভারতের বিরুদ্ধে বিভিন্ন পাক জঙ্গি গোষ্ঠী সক্রিয় তেমনই বালোচিস্তানেও সক্রিয় ইরান বিরোধী কিছু জঙ্গি গোষ্ঠী। এদের মধ্যে রয়েছে জইশ আল আদিল। তারা মাঝে মধ্যেই ইরান-পাক সীমান্তে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর  উপরে হামলা চালায়। এমনটাই দাবি তেহরানের। এবার ওই জঙ্গি গোষ্ঠীর শিকড়ে আঘাত করল ইরান। সম্প্রতি সিরিয়া ও ইরাকে রেভলিউশনারি গার্ড বিরোধী জঙ্গিদের উপরেও মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেহরানের তরফে দাবি করা হয়েছে বালোচিস্তানে জইশের দুটি ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে তা উড়িয়ে দেওয়া হয়েছে।

Pakistan’s Strong Condemnation of the Unprovoked Violation of its Air Space

https://t.co/TAWRqC7qMy pic.twitter.com/oqi3tvAOso

অন্যদিকে, পাকিস্তানের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের ওই পদক্ষেপ মেনে নেবে না পাকিস্তান। এর জন্য তাদের বড় মূল্য দিতে হবে। ঠিক কোথায় ইরানি মিসাইল আঘাত করেছে তা স্পষ্ট করে বলা না হলেও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, ইরানি মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ২টি শিশুর, আহত হয়েছে আরও ৩ শিশু।

ওই হামলার পরপরই কূটনৈতিক পর্যায়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান। যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধরের সঙ্গে টক্কর দেয় তাদের পাল্লায় এবার ইসলামাবাদ। তবে ইরানের কাছে ওই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকস্তান। পাশাপাশি দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, পাক সেনা কী করে তার জন্য অপেক্ষা করুন।

পাকিস্তানের সুন্নি জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর লড়াইয়ের লম্বা ইতিহাস রয়েছে। তবে জইশ আল আদিল দেশের পুলিসকেও ছেড়ে কথা বলে না। ডিসেম্বর মাসে সিস্তান বালোচিস্তানের এক পুলিস চৌকিতে হামলা চালিয়েছে তার ১১ পুলিস কর্মীকে মেরে ফেলে।

উল্লেখ্য, ইজরায়েল-গাজা লড়াইয়ের ইরানের মদত রয়েছে বলে দাবি করে আসছে ইজরায়েল। রবিবারই তারা ইরাকের কুর্দিস্থান এলাকায় একটি জায়গায় হামলা চালায়। তেহরানের দাবি সেটি ইজরায়েলের গুপ্তচর সংস্থার দফতর। তার একদিন পরেই বালোচিস্তানে আঘাত হানল ইরান। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ আরও বড় এলাকায় ছড়াতে পারে বলেও আশঙ্কা করেছে বিভিন্ন মহল।

(Feed Source: zeenews.com)