বাংলাদেশঃ টিআইবি বিএনপির ভাষায় কথা বলে

বাংলাদেশঃ টিআইবি বিএনপির ভাষায় কথা বলে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল। তাদের প্রত্যেকটা কথা একপেশে। তারা বিএনপির ওকালতি করে, সব সময় বিএনপির পক্ষে কাজ করে।

তিনি বলেন, গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা দেশবাসী দেখেছে।

কাদের আরও বলেন, রেজিষ্ট্রেশন ছাড়া একটা প্রতিষ্ঠানের সড়ক দুর্ঘটনার ফলাফল কিছু মিডিয়া ফলাও করে প্রচার করে। টিআইবিও এরকম। তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এ নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিল। আমরা একটা রণ কৌশল অবলম্বন করেছি। দলের ভেতরের সমস্যা নতুন হচ্ছে, এমন না। সব রাজনৈতিক দলের মধ্যে এমন দ্বন্দ্ব থাকে।

দলের ভেতরের দ্বন্দ্ব মোকাবিলা করে বারবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।যেখানে যতই সমস্যা থাকুক, আওয়ামী লীগের সবার শেখ হাসিনা এক।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী, চলমান সরকার নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত সরকারের গেজেট হয়ে গেলে চলমান সরকার বাতিল হয়ে যায়।

বিরোধী দল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদের ফ্লোরে দেখতে পারবেন বিরোধী দল কে হবে। বিএনপি হরতাল-অবরোধ রাজনীতির মরচে ধরা হাতিয়ার।

মূল্যস্ফিতি নিয়ে কাদের বলেন, ২০২৪ সাল পুরোটা অর্থনৈতিক স্লো ডাউন যাবে বিশ্ব পরিস্থিতির কারণে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান কবিতা প্রমুখ।

(Feed Source: sunnews24x7.com)