Amit Shah: ভারতের এই ৩ রাজ্যে মায়ানমারের জঙ্গিদের উত্পাত বন্ধ হবে, বড় ঘোষণা শাহর

Amit Shah: ভারতের এই ৩ রাজ্যে মায়ানমারের জঙ্গিদের উত্পাত বন্ধ হবে, বড় ঘোষণা শাহর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুকি-মেইতেই সংঘর্ষ নিয়ে জেরবার মণিপুর। অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল হলেই মায়ানমার থেকে ঢুকে পড়ে কিছু গোষ্ঠী যারা এসে ভারতে গোলমালের সৃষ্টি করে। পাশাপাশি ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান হয় সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে। এবার সেই পরিস্থিতিতে রাশ টানতে চলেছে কেন্দ্র।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত-মায়ানমার সীমান্তে ঠিক ভারত-বাংলাদেশ সীমানার মতো কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এর ফলে দুদেশের মধ্যে অবাধ চলাচল কমবে। উল্লেখ্য, ভারত ও মায়ানমারের মধ্যে চলে ফ্রি মুভমেন্ট রেজিম। এই পারমিট থাকার ফলে দুদেশের মানুষে ১৬ কিলোমিটারের মধ্য়ে কোনও ভিসা ছাড়াই চলাচল করতে পরেন। সেই জমানা এবার শেষ হতে চলেছে।

গুয়াহাটিতে এদিন পুলিসের পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, ভারত-মায়ানমার সীমান্তকে বাংলাদেশ সীমান্তের মতো সুরক্ষিত করা হবে। অসমের বন্ধুদের জানিয়ে দিতে চাই যে নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের সঙ্গে ভারতের খোলা সীমান্তে বেড়া দেওয়া হবে। ঠিক ভারত-বাংলাদেশ সীমান্তের মতো। মায়ানমারের সঙ্গে ফ্রি মুভমেন্ট রেজিম বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।

ভারতের সঙ্গে মায়ানমারের সীমান্তের দৈর্ঘ ১৬৪৩ কিলোমিটার। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে গিয়েছে ওই সীমান্ত। ওইসব সবকটি রাজ্যে রয়েছে ফ্রি মুভমেন্ট রেজিম পারমিট। ২০১৮ সালে ওই নিয়ম লাগু করে কেন্দ্র।

মায়ানমার থেকে বহু উদ্বাস্তু ভারতে ঢুকে পড়ছে বলে অভিযোগ ওঠে বারেবারেই। মায়ানমারে বৌদ্ধদের সঙ্গে লড়াইয়ে বাস্তুচ্যুত হয়েছেন বহু রোহিঙ্গা মুসলিম। এনিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সরকার। এরকম এক পরিস্থিতিতে  সীমান্তে বেড়া দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র।

বক্তব্য রাখতে গিয়ে এদিন কেন্দ্রকে নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেস জমানায় চাকরি পেতে গেলে ঘুষ দিতে হতো। বিজেপি সরকারের আমলে তা একেবারেই বদলে গিয়েছে। এখন চাকরির জন্য এক পয়সাও দিতে হয় না।

রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে শাহ বলেন, গোটা দেশের জন্য এটা একটা গর্বের বিষয়। দেশ যখন সুপার পাওয়ার হওয়ার দিকে এগোচ্ছে তখনই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার।

(Feed Source: zeenews.com)