কেটেছে দুর্যোগের মেঘ? উত্তুরে হাওয়ার প্রাবল্যে রাজ্যজুড়ে শীতের দাপট

কেটেছে দুর্যোগের মেঘ? উত্তুরে হাওয়ার প্রাবল্যে রাজ্যজুড়ে শীতের দাপট

কলকাতা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকলেও কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও, আগামীকাল থেকে আবহাওয়ার (Weather) উন্নতি হবে। দিনের তাপমাত্রা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকবে। বুধবার থেকে হাওয়া বদল হবে। উত্তরবঙ্গের (North Bengal) প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং (Darjeeling), কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের আমেজ ফিরল বাংলায়। প্রায় ১৭ এর কাছাকাছি পৌঁছে যাওয়া রাতের তাপমাত্রা ফের নামল ১৪ এর ঘরে। তবে ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে।

আসাম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘুনাবর্ত।  শ্রীলঙ্কা উপকূলের কাছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতাসহ সব জেলায়। কলকাতা সহ বেশ কিছু জেলায় শীতল দিনের পরিস্থিতি। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নিচে।‌ আগামী কয়েকদিনের সামান্য বাড়তে পারে সেই তাপমাত্রা। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি।

মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। ২৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ জানুয়ারি বৃষ্টি একটু বাড়তে পারে। পূর্ব-পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। কুয়াশার প্রভাব থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় এছাড়াও দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা।

দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতাসহ সব জেলায়। কলকাতা সহ বেশ কিছু জেলায় শীতল দিনের পরিস্থিতি। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নিচে।‌ আগামী কয়েকদিনের সামান্য বাড়তে পারে সেই তাপমাত্রা। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি।

মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। ২৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ জানুয়ারি বৃষ্টি একটু বাড়তে পারে। পূর্ব-পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। কুয়াশার প্রভাব থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় এছাড়াও দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা।

(Feed Source: abplive.com)