‘জয় শ্রীরামে অ্যালার্জি,’ বাস থেকে নেমে তেড়ে গেলেন রাহুল, ভিডিয়ো দেখালেন হিমন্ত

‘জয় শ্রীরামে অ্যালার্জি,’ বাস থেকে নেমে তেড়ে গেলেন রাহুল, ভিডিয়ো দেখালেন হিমন্ত

ভারত জোড়ো ন্য়ায় যাত্রায় বেরিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার আর হেঁটে নয়। বাসে চেপে যাচ্ছেন তিনি। বিজেপি শাসিত অসমের উপর দিয়ে তাঁর বাস যাচ্ছিল। এমন সময় ছন্দপতন। বাইরে জোর স্লোগান জয় শ্রীরাম। এদিকে সেই সংক্রান্ত একটা ভিডিয়ো পোস্ট করেছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাসের ভেতর বসে রয়েছেন রাহুল গান্ধী। আর বাইরে তখন জয় শ্রীরাম ধ্বনি। আচমকাই উঠে পড়েন রাহুল। এরপর তিনি বাসের দরজার কাছে চলে যান। তিনি বলেন, দরজা খোলো। এরপর দরজা খুলতেই তিনি নেমে পড়েন। ভিড়ের দিকে এগিয়ে যান তিনি।

সেই ভিডিয়ো পোস্ট করেছেন হিমন্ত বিশ্বশর্মা। মনে হচ্ছে ভিডিয়োটি বাসের ভেতর থেকেই তোলা হয়েছিল। অসমের মুখ্যমন্ত্রী কার্যত খোঁচা দিয়ে লিখেছেন, শ্রী রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আগে রামভক্তদের অধিকার রয়েছে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া। রাহুল গান্ধীর মেজাজ হারানোটা উচিত নয়। জয় শ্রীরামে অ্য়ালার্জি রয়েছে রাহুলের। তিনি হিংসায় উসকানি দিতে পারেন না। এভাবে তিনি জনতাকে হুমকি দিতে পারেন না।

এদিকে বাসের জানালার বাইরে দেখা যায় কংগ্রেসের পতাকা, জাতীয় পতাকার সঙ্গেই একাধিক গেরুয়া পতাকাও রয়েছে। সব মিলিয়ে ন্যায় যাত্রার পথে নানা জায়গায় বাধা তৈরি করা হয়েছে।

এদিকে রাহুল গান্ধীও এক্স মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে কী ভাবছে কংগ্রেস কি আরএসএস , বিজেপিকে ভয় পায়? .. আমি নরেন্দ্র মোদীকে ভয় পাই না। না এখানকার মুখ্যমন্ত্রীকে ভয় পাই।

এদিকে রাহুল গান্ধীর এক্স হ্যান্ডেলেও একটা ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেও দেখা যাচ্ছে বাসের সামনে জয় শ্রীরাম ধ্বনি শুনেই তিনি বাস থেকে নেমে পড়েন। বাইরে শোনা যায় মোদী মোদী ধ্বনি। তিনি বাস থেকে নেমেই জনতার দিকে এগিয়ে যান। কার্যত রাহুল গান্ধী যে ভিডিয়ো পোস্ট করেছেন তার কিছুটা অংশই রয়েছে অসমের মুখ্য়মন্ত্রীর পোস্ট করা ভিডিয়োর মধ্য়ে। তবে দুটি ভিডিয়ো একই কি না সেটা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে যে ভিডিয়ো দেখিয়ে রাহুল গান্ধী প্রমাণ করার চেষ্টা করেছেন কংগ্রেসের ভয়হীনতার কথা আর উলটো দিকে সেই ভিডিয়ো দেখিয়েই খোঁচা দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।

(Feed Source: hindustantimes.com)